মঙ্গলবার, ০৫ সেপ্টেম্বর, ২০১৭, ১০:৩১:৫৭

মিরপুরে যেভাবে আত্মসমর্পণ করল ‘জঙ্গি আব্দুল্লাহ’র বোন

 মিরপুরে যেভাবে আত্মসমর্পণ করল ‘জঙ্গি আব্দুল্লাহ’র বোন

নিউজ ডেস্ক :  রাজধানীর মিরপুরের মাজার রোডে অভিযান চলা সন্দেভাজন জঙ্গি আস্তানার ছয়তলা ভবন থেকে বেরিয়ে এসে ‘জঙ্গি আবদুল্লাহ’র এক বোন আত্মসমর্পণ করেছে বলে জানিয়েছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক রাইসুল ইসলাম।

তিনি জানান, ০৫ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে আব্দুল্লাহ’র বোন মেহেরুন্নেসা ওই ভবন থেকে বেড়িয়ে এসে আত্মসমর্ণ করে।

আব্দুল্লাহ’র বোন মেহেরুন্নেসার বরাত দিয়ে র‌্যাব জানায়, ঈদ উপলক্ষে ‘জঙ্গি আবদুল্লা’র বোন মেহেরুন্নেসা ওই বাসায় বেড়াতে এসেছেন। অভিযানের বিষয়টি টের পেয়েই বোনকে বাইরে বের করে দেন আবদুল্লাহ। বাড়িটি ঘিরে থাকা র‌্যাব সাথে সাথে আব্দুল্লাহ’র বোনকে আটক করে হেফাজতে নেয়। পরে আটক বোনের মোবাইল ফোন দিয়েই র‌্যাব আবদুল্লার সাথে যোগাযোগ করে। তবে আত্মসমর্পণের ব্যাপারে এখনো কোনো সাড়া পাওয়া যায়নি বলেও জানায় র‌্যাব।

র‌্যাব আরো জানায়, বাসার ভেতরে আবদুল্লার দুই স্ত্রী ও দুই সন্তানসহ সাতজন অবস্থান করছেন। আবদুল্লার বোনকে র‌্যাব সদর দপ্তরে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

প্রসঙ্গত, সোমবার দিবাগত রাত ১২টার দিকে মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানের দক্ষিণে বর্ধনবাড়ি এলাকার ৬ তলা একটি ভবনকে ঘিরে ফেলে র‌্যাব। টাঙ্গাইলের এলেঙ্গায় আটক দুই জঙ্গিকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মাজার রোডের একটি বাড়িতে অভিযান চালানো হয়। সে সময় র‌্যাবকে লক্ষ্য করে কয়েক দফা গুলি চালায় জঙ্গিরা। রাত ১টার দিকে ওই বাড়ি থেকে চারটি বোমাও ছোঁড়া হয়। আস্তানাটি রাতভর ঘিরে রাখার পর সকালে অভিযান শুরু হয়। ইতোমধ্যে ওই ভবনটির পানি-গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

এলাকাবাসী জানান, যে বাড়িটিতে অভিযান চলছে, সেই বাড়িটির নম্বর ২/৩/বি। এর মালিক টিঅ্যান্ডটির কর্মকর্তা মোহাম্মদ আজাদ। বাড়িটির নাম ‘কমলপ্রভা’। আজাদ সাহেব নিজে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে নিয়ে বাড়ির দ্বিতীয় তলায় থাকেন।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে