বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৭, ১০:০০:৩৯

'আমার ছেলেকে খবর দাও, সে এসে আমাকে নিয়ে যাবে'

'আমার ছেলেকে খবর দাও, সে এসে আমাকে নিয়ে যাবে'

ঢাকা : ‘দুই দিন ধরে রাস্তায় পড়ে ছিলেন সত্তরোর্ধ্ব অসহায় এক বৃদ্ধা। যাকে দেখেছেন তার কাছেই আকুতি করে বলেছেন, 'আমার ছেলেকে খবর দাও, আমার ছেলে এসে আমাকে নিয়ে যাবে।' চলাচল করা তো দূরের কথা ঠিকমতো উঠে বসতেও পারেননি তিনি।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর চকবাজারের খাজে দেওয়ান প্রথম লেনের পঞ্চায়েত অফিসের সামনের ফুটপাত থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছে চকবাজার থানা পুলিশ।

হাসপাতাল থেকে অজ্ঞাতপরিচয়ে একটি টিকিট কেটে নতুন ভবনের ৮০১ নম্বর মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে তাকে।

বৃদ্ধার সঙ্গে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আসা ওই এলাকার বাসিন্দা জনি নামে যুবক জানান, পরশু দিন রাতে দুই তরুণ অসুস্থ এই বৃদ্ধাকে রাস্তায় রেখে চলে যায়। পরে আর খোঁজ নিতে আসেনি তারা।

চকবাজার থানান উপ-পরিদর্শক (এসআই) মুন্সি আবদুল লোকমান জানান, গত দুদিন ধরে বৃদ্ধা মহিলা ফুটপাতে পড়েছিলেন। কথা তেমন বলতে পারেন না, শুধু বিড়বিড় করে বলছেন, আমার ছেলেকে খবর দাও, আমাকে এসে নিয়ে যাবে।

এসআই লোকমান জানান, সম্ভবত এই বৃদ্ধা পরিবারের সঙ্গে খাজে দেওয়ান বা আশপাশের এলাকাতেই থাকতেন। বোঝা মনে করে তার ছেলে ও নাতি বা স্বজনরা তাকে ফুটপাতে ফেলে রেখে গেছে!

অসুস্থ ওই বৃদ্ধার নাম-পরিচয় ও ঠিকানা উদ্ধারে চকবাজার থানা পুলিশ অনুসন্ধান চালাচ্ছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
 
ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডাঃ ফিরোজ আহমেদ জানান অক্তাত ওই মহিলার শরীরে অবস্থা খুবই দুর্বল ও শারীরিক অসুস্থতার কারনে তিনি কথাবার্তা বলতে পারছেন না। -জাগো নিউজ
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে