নিউজ ডেস্ক : মিয়ানমারের কাছ থেকে ২ লাখ টন চাল কিনতে আগ্রহী বাংলাদেশ। এ বিষয়ে আলোচনা করতে ঢাকায় পৌঁছৈছে মিয়ানমারের একটি প্রতিনিধি দল। আজ রোববার (১৭ সেপ্টেম্বর) দু’দেশের প্রতিনিধি দলের মধ্যে এ নিয়ে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বিবিসি বাংলাকে বলেছেন, চলতি মাসেই চাল কেনার বিষয়ে মিয়ানমারে যাওয়া এবং সমঝোতা স্মারক স্বাক্ষর করার প্রেক্ষিতে মিয়ানমারের প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে। তাদের সঙ্গে আমাদের একটি বৈঠক হবে। যেখানে প্রায় ২ লাখ টন চাল কেনার বিষয়ে আলোচনা ও মূল্য নির্ধারণ করা হবে।
এর আগে, গত ৬ সেপ্টেম্বর খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বছরে ১০ লাখ টন চাল আমদানির ব্যাপারে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর (এমওইউ) করতে মিয়ানমারে গিয়েছিলেন। ওই সফরে মিয়ানমার বাংলাদেশকে ৩ লাখ টন চাল রপ্তানির প্রতিশ্রুতি দেয়।
এদিকে সরকার এমন সময় মিয়ানমারের কাছ থেকে চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে, যখন মিয়ানমারের সরকারি বাহিনীর নির্যাতনে লাখ লাখ রোহিঙ্গা মুসলমার বাংলাদেশে পলিয়ে আসছে এবং এই নিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক বিরোধ চলছে। এমন পরিস্থিতিতে মিয়ানমারের কাছ থেকে চাল কেনা নিয়ে দেশের মধ্যেও বিভিন্ন আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস