শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০১৭, ০৪:৩১:৫৭

খুলে নেওয়া হলো আনিসুল হকের কৃত্রিম শ্বাসযন্ত্র

খুলে নেওয়া হলো আনিসুল হকের কৃত্রিম শ্বাসযন্ত্র

নিউজ ডেস্ক : মস্তিষ্কের রক্তনালির প্রদাহজনিত রোগে আক্রান্ত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক কৃত্রিম শ্বাসযন্ত্রের সাহায্য ছাড়াই এখন নিজে শ্বাস নিতে পারছেন। তার কৃত্রিম শ্বাসযন্ত্র খুলে নেয়া হয়েছে। তবে, চিকিৎসকরা এখনও তাকে ঘুম পাড়িয়ে রেখেছেন। তার সার্বিক চিকিৎসা চালানো হচ্ছে ঘুমন্ত অবস্থাতেই।

মেয়র আনিসুল হকের স্ত্রী রুবানা হকের বরাত দিয়ে তার পারিবারিক বন্ধু আবদুন নূর তুষার জানান, ‘নিজ থেকে স্বাভাবিকভাবে পুরোপুরি জেগে ওঠার পর তার শরীরে রোগটি কতখানি প্রভাব ফেলেছে, সে ব্যাপারে ধারণা পাওয়া যাবে।’

নূর তুষার আরও জানান, মেয়রকে এখন পর্যন্ত ঘুম পাড়িয়ে রাখা হলেও ঘুমের ওষুধের মাত্রা কমিয়ে দিয়েছেন চিকিৎসকরা। তিনি এখন নিবিড় পর্যবেক্ষণে আছেন। চিকিৎসকরা মেয়রকে নতুন কিছু ওষুধ দিয়েছেন।

অসুস্থ হয়ে পড়লে ১৩ আগস্ট মেয়র আনিসুল হককে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসা চলছে তার। ২৯ জুলাই ব্যক্তিগত সফরে সপরিবারে যুক্তরাজ্যে যান তিনি।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে