ঢাবি: ভরা মজলিসে শিক্ষকের পা ছুঁয়ে সালাম করে অনন্য নজির স্থাপন করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান। শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ সম্মান প্রদর্শন করেন।
ঢাবির ২৮তম ভিসি হিসেবে অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামানকে দেয়া এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রাক্তন ছাত্র সমিতি।
অনুষ্ঠানের শুরুতে মঞ্চে আহরণ করেন ভিসি অধ্যাপক ড মোঃ আখতারুজ্জামান। এর কিছুক্ষণ পরেই সংবর্ধনা মঞ্চে উপস্থিত হন বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো ইব্রাহিম। এ সময় সংবর্ধনা অনুষ্ঠানের মূল আকর্ষণ ভিসি অধ্যাপক আখতারুজ্জামান তাকে দেখে দাঁড়িয়ে যান। এসময় উপস্থিত সকলের মধ্যে কৌতুহল জাগে যে, 'কে এলেন? যাকে দেখে ভিসি দাঁড়িয়ে গেলেন?'
পর মুহূর্তেই সবাইকে অবাক করে অধ্যাপক ইব্রাহিমের পায়ে হাত দিয়ে সালাম করেন ভিসি। সালাম শেষে তাকে বুকে টেনে নেন অধ্যাপক ড. ইব্রাহিম। এ সময় শিক্ষাগুরুর প্রতি এমন সম্মান প্রদর্শনে উপস্থিত সবাই অবাক হয়ে যান।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস