বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৭, ০৮:২৬:২১

ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক মাদরাসা থেকেই চান্স পেয়েছে ৮৪ জন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক মাদরাসা থেকেই চান্স পেয়েছে ৮৪ জন

নিউজ ডেস্ক: এ বছর শুধু মাত্র একটি মাদরাসা থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৮৪ জন ছাত্র/ছাত্রী চান্স পেয়েছে। শুধুমাত্র তামীরুল মিল্লাত কামিল মাদরাসা থেকেই এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪র্থ স্থানসহ ৮৪ জন চান্স পেয়েছে ৭৯জন ছেলে এবং ৫জন মেয়ে। যাকে একটি চমকই বলা যায়।

দেশের কোন কলেজ থেকেও এক বছরে এতো ছাত্র ঢাবিতে চান্স পেয়েছে কিনা আমি জানিনা। এ থেকে প্রমাণ হয় মাদরাসার ছাত্ররায় প্রকৃত মেধাবী।

তবুও এক শ্রেণীর মানুষ আছে যারা বলে মাদরাসায় লেখাপড়া হয়না। যাদের মেধা কম তারাই মাদরাসায় পড়ে। তবে পরিতাপের বিষয় হল দেশের এই মেধাবীরা এরপরও কেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে তাদেরকে সবগুলো সাবজেক্টে ভর্তি হতে দেয়না।

মাদরাসার ব্যপারে এ দেশের তথাকথিত প্রগতিশীলদের এলার্জি কবে বন্ধ হয় আদৌ বন্ধ হবে নাকি তাদের কৃতিত্ব দেখে আরো হিংশায় জ্বলে পুড়ে মরবে?
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে