ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে যদি আর কোনও ষড়যন্ত্র হয়, তাহলে ঢাকা শহর অচল করে দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
বৃহস্পতিবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আয়োজিত আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে তার সুস্থতা কামনা করে এক দোয়া মাহফিলে মেয়র এ কথা বলেন।
সাঈদ খোকন বলেন, আজ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্ব দরবারে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বিদেশের মানুষ বাংলাদেশে উৎপাদিত পণ্য ব্যবহার করছে। বাংলাদেশ বিশ্বের নামিদামি পণ্য উৎপাদন করছে। এই উন্নয়ন ও অগ্রযাত্রাকে ব্যাহত করতে ষড়যন্ত্র চলছে। অগ্রযাত্রার স্বার্থে আপনারা সর্তক থাকুন। এ দেশের মানুষের উন্নয়নের স্বার্থে শেখ হাসিনাকে বারবার প্রধান মন্ত্রী হিসেবে প্রয়োজন।
ডিএসসিসি মেয়র আরও বলেন, ‘আপনারা সজাগ থাকবেন। আর যদি শেখ হাসিনাকে নিয়ে কোনও ষড়যন্ত্র হয়, তাহলে কারও নির্দেশের জন্য অপেক্ষায় থাকবেন না। সঙ্গে সঙ্গে পুরোঢাকা শহর অচল করে দেবেন। আমরা সব ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবো। ‘
পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের অসুস্থ মেয়র আনিসুল হকের রোগমুক্তি এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে করে দোয়া-মোনাজাত করা হয়।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস