রবিবার, ০১ অক্টোবর, ২০১৭, ০৮:৫৪:১৬

রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাব : মির্জা আব্বাস

রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাব : মির্জা আব্বাস

ঢাকা : বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে ভারত, চীন, রাশিয়ার সমর্থন পাওয়া যাবে না। যাদের সমর্থন পাওয়া যাবে, তারা হলো বাংলাদেশের ১৬ কোটি মানুষ।
তাদের ওপর ভরসা করেই রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাব- আজ না হয় কাল।

আজ রবিবার দুপুরে নয়াপপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।  

মির্জা আব্বাস বলেন, মিয়ানমারে যখন কসাইয়ের মতো মানুষ কাটা হয়, তখন ভারত বলল, আমরা মিয়ানমারের পাশে আছি। এখন ভারত বলেছে, রোহিঙ্গাদের সমস্যায় আমরা বাংলাদেশের পাশে আছি। ভারতের এমন অবস্থান খুবই মারাত্মক। এটার জন্য বাংলাদেশ সরকারের উচিৎ ছিল প্রতিবাদ করা।

তিনি বলেন, আজকে অত্যন্ত দুর্ভাগ্য যে, বাংলাদেশ সরকার সেই অবস্থান নিতে পারছে না। পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি যে ভাষায় কথা বলেন, আমাদের সরকার কেন সেই ভাষায় কথা বলতে পারছে না। কিসের ভয়? বাংলাদেশের ষোল কোটি মানুষ রোহিঙ্গাদের পক্ষে দাঁড়িয়েছে সেখানে কিসের ভয়?

স্থায়ী কমিটির সদস্য প্রয়াত আ স ম হান্নান শাহর প্রথম মৃত্যুবাষির্কী উপলক্ষে এই দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি।
এতে বক্তব্য দেন, বিএনপি সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, সাধারণ সম্পাদক সায়েদ্যুল ইসলাম বাবুল, হান্নান শাহর ছোট ছেলে রিয়াজুল হান্নান প্রমুখ।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে