সোমবার, ০২ অক্টোবর, ২০১৭, ০১:৩১:৩৫

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ-মিয়ানমারের মন্ত্রী পর্যায়ের বৈঠক শুরু

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ-মিয়ানমারের মন্ত্রী পর্যায়ের বৈঠক শুরু

নিউজ ডেস্ক: মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের উপর সেনাবাহিনীর চালানো জাতিগত নিধন ও গণহত্যার কারণে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে অাসতে বাধ্য হওয়ায় চলমান মানবিক সংকট সমাধানের উদ্দেশ্যে বাংলাদেশ-মিয়ানমারের মন্ত্রী পর্যায়ের বৈঠক চলছে। সোমবার সকাল ১১টায় ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ বৈঠক শুরু হয়।

বৈঠকে বাংলাদেশে পররাষ্ট্রমন্ত্রী অাবুল হাসান মাহমুদ অালী ও মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চির দপ্তরের মন্ত্রী টিন্ট সোয়ে অংশ নিয়েছেন। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী অাসাদুজ্জামান খান কামাল, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহারিয়ার অালম, পররাষ্ট সচিব শহিদুল হক, বিজিবির মাহাপরিচালক মেজর জেনারেল অাবুল হোসেনসহ অারও অনেকে উপস্থিত রয়েছেন।

এর আগে গত রাতে সংক্ষিপ্ত সফরে ঢাকায় এসেছেন মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চির দপ্তরের মন্ত্রী টিন্ট সোয়ে। ২৫ অাগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতা শুরুর পর এখন পর্যন্ত এটিই মিয়ানমারের কোন মন্ত্রীর বাংলাদেশে প্রথম সফর।

তবে কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শনের কোন কর্মসূচি মিয়ানমারের মন্ত্রীর এই সফরে নেই। এই বৈঠক শেষেই তার দেশে ফিরে যাওয়ার কথা রয়েছে।

জানা গেছে, বাংলাদেশের পক্ষ থেকে রোহিঙ্গাদের নিরাপদে ও মর্যাদার সঙ্গে রাখাইনে ফেরানোর বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করা হবে। সেই সাথে এই সমস্যার সমাধান মিয়ানমারকেই করতে হবে, এমন বার্তা মিয়ানমার সরকারকে দেয়া হবে।

এছাড়াও বৈঠকে জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া পাঁচ দফা প্রস্তাবের মধ্যে রোহিঙ্গাদের ফেরত পাঠানো ও কফি আনান কমিশন রিপোর্টের বাস্তবায়নের ইস্যু দু’টি বিশেষভাবে গুরুত্ব পাবে বলে জানা গেছে।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে