সোমবার, ০২ অক্টোবর, ২০১৭, ০৫:১২:৪৮

অবশেষে রোহিঙ্গাদের জন্য সুখবর

অবশেষে রোহিঙ্গাদের জন্য সুখবর

নিউজ ডেস্ক:  অবশেষে রোহিঙ্গাদের জন্য সুখবর। নিজ দেশ মিয়ানমারে ফিরে যেতে পারবে নির্যাতিত রোহিঙ্গারা । এ বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এইচ এম মাহমুদ আলী ।

পররাষ্ট্রমন্ত্রী এইচ এম মাহমুদ আলী জানিয়েছেন, রোহিঙ্গাদের ফেরত নিতে রাজি হয়েছে মিয়ানমার। এখন শুধু আলোচনার শুরুর অপেক্ষা করতে হবে।
আজ সোমবার দুপুর দেড় ১টার দিকে মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী কিউ টিন্ট সোয়ের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের ফেরতে যৌথ ওয়ার্কিং গ্রুপ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কতদিনের মধ্যে তাদের ফেরত নেওয়া প্রক্রিয়া শুরু হবে তা ঠিক করা হয়।

ফেরত নেওয়ার ব্যাপারে আলোচনার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মিয়ানমারে যাবেন বলে জানান তিনি। তিনি আরও বলেন, রোহিঙ্গা ইস্যু দ্বিপাক্ষীভাবে সমঝোতা করা হবে। অন্য কোন দেশ মধ্যস্ততা করবে না।
এর আগে আজ সোমবার বেলা ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী এইচ এম মাহমুদ আলীর সঙ্গে ঢাকায় সফররত মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী কিউ টিন্ট সোয়ে’র বৈঠক অনুষ্ঠিত হয়।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে