নিউজ ডেস্ক: পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে রাজধানীর শাহবাগে আন্দোলন করার সময় পুলিশের টিয়ার শেলে দৃষ্টিশক্তি হারানো সরকারি তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুর রহমান সরকারি চাকরিতে যোগ দিয়েছেন। সোমবার এসেনসিয়াল ড্রাগসে টেলিফোন অপারেটর হিসেবে কাজে যোগ দেন তিনি।
সিদ্দিকুরের বন্ধু শেখ ফরিদ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সকাল সোয়া নয়টার দিকে সিদ্দিকুরকে আমরা কয়েকজন বন্ধু মিলে এসেনসিয়াল ড্রাগসে নিয়ে এসেছি। সে সেখানে টেলিফোন অপারেটর হিসেবে কাজ করছে।’
পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে গত ২০ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সাতটি সরকারি কলেজের শিক্ষার্থীরা শাহবাগে আন্দোলনে নামে। এ সময় পুলিশের ছোঁড়া টিয়ারশেলের আঘাতে চোখে গুরুতর আঘাত পান তিতুমীর কলেজের শিক্ষার্থী সিদ্দিকুর রহমান। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে পাঠানো হয়।
চেন্নাইয়ের শঙ্কর নেত্রালয়ে সিদ্দিকুর রহমানের চোখ পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসক লিংগম গোপাল জানান, অস্ত্রোপচারেও তার চোখে দেখার সম্ভাবনা নেই। পরে তাকে দেশে ফেরত আনা হয়।
গত ১৩ সেপ্টেম্বর সচিবালয়ে সিদ্দিকুরের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। সরকারি ফার্মাসিউটিক্যালস প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডে টেলিফোন অপারেটর পদে তাকে চাকরি দেয়া হয়।
প্রাথমিকভাবে সিদ্দিকুর ১৩ হাজার টাকা মূল বেতন ও অন্যান্য সুবিধাদি পাবেন। এক বছর পর চাকরি স্থায়ী হলে ২৩ হাজার টাকা মূল বেতন ও অন্যান্য সুবিধা পাবেন তিনি।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস