শুক্রবার, ১৩ অক্টোবর, ২০১৭, ০৮:৫৯:১৪

আজ ঢাকায় প্রতি হালি ডিমের দাম ১২ টাকা!

আজ ঢাকায় প্রতি হালি ডিমের দাম ১২ টাকা!

নিউজ ডেস্ক : প্রতি ডিমের দাম তিন টাকা। এক হালির দাম মাত্র ১২টাকা! ঢাকায় পাওয়া যাবে ১২ টাকা হালিতে ডিম।

আজ শুক্রবার বিশ্ব ডিম দিবস। এ উপলক্ষে বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি) এবং প্রাণিসম্পদ অধিদপ্তর ওই দিন একটি ডিমের দাম রাখবে তিন টাকা। আর ওই দামে ডিম বিক্রি হবে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রতিটি ডিম মাত্র তিন টাকায় বিক্রি হবে। আগে এলে আগে পাবেন ভিত্তিতে এ ডিম বিক্রি করা হবে।

বিপিআইসিসির সভাপতি মসিউর রহমান বলেন, ‘সারা দেশে ডিম দিবসকে বর্ণাঢ্যভাবে উদযাপন করতে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

ঢাকাসহ সব বিভাগীয় শহরে বিপিআইসিসি এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।’

জেলা শহরগুলোতেও প্রাণিসম্পদ অধিদপ্তর এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের উদ্যোগে ডিম দিবস পালিত হবে। এ ছাড়া দিবসটি উপলক্ষে সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের মধ্যে বিনামূল্যে ডিম বিতরণ করা হবে।

দিবসটি উপলক্ষে আজ শুক্রবার ঢাকায় সকাল সাড়ে ৯টায় কৃষিবিদ ইনস্টিটিউট থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে