শনিবার, ১৪ অক্টোবর, ২০১৭, ১২:৩৪:২২

টাকার জন্য বর্বর নির্যাতন, মেয়েকে বাঁচাতে জীবন গেল মায়ের

টাকার জন্য বর্বর নির্যাতন, মেয়েকে বাঁচাতে জীবন গেল মায়ের

আবদুল কাইয়ূম: রংপুর থেকে অভাবের তাড়নায় আশুলিয়ার ঘোষবাগ এলাকায় মেয়েকে নিয়ে পাড়ি জমায় মর্জিনা। কিন্তু সেই অভাব তাড়না মৃত্যু দিয়ে পিছু ছাড়াতে হলো মর্জিনাকে। এখানে এসে কাজ নেয় একটি পোশাক কারখানায়। অসুস্থ স্বামীর ওষুধের খরচ এছাড়া মেয়ে ও নিজের খরচ বহন করতে গিয়ে প্রতি মাসেই কিছু না কিছু ঘাটতিতে পড়তে হয়েছে তাকে। ফলে বাসার পাশের মুদির দোকানে ও প্রতিবেশীদের কাছে দেনা হয়ে যায় তার। সব মিলিয়ে ৩০ হাজার টাকার মতো দেনা হয় মর্জিনার। তবে এর খেশারত দিতে হয়েছে চরমভাবে।

দোকানদার দোকানে বেঁধে মারধর করে মা মেয়েকে। এখানেই শেষ নয়, পাওনাদাররা মর্জিনা ও তার মেয়েকে পাশের বাড়ির অপর একটি কক্ষে গত তিন দিন ধরে আবরুদ্ধ করে রাখে। প্রতিনিয়ত গালাগালি ও অপমান অপদস্থ করতে থাকে তাদের। এমনকি মৃত্যুর আগের রাতে খেতে পর্যন্ত দেয়া হয়নি।

পাওনাদার মর্জিনাকে ডেকে নিয়ে আবারও চাপ দেয় জানিয়ে দেয় টাকা না পাওয়া পর্যন্ত অবরুদ্ধ রাখবে তাদের। এদিকে ক্ষুধার্ত ও ক্লান্ত কিশোরী মেয়ে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে দেখে পাশেই ঝুলে আছে মায়ের নিথর দেহ। চিৎকারে আশে পাশের লোক জড়ো হয়ে যায়। খবর পেয়ে পুলিশ তালা ভেঙে মায়ের মৃতদেহ উদ্ধার করে। ততক্ষণে দোকানিসহ আশেপাশের পাওনাদার সব পালতাক।

মর্জিনা বেগম রংপুর জেলার কোতয়ালী থানার শাহাজাদপুর গ্রামের শাহিন মোল্লার মেয়ে। সে আশুলিয়ার মধ্য ঘোষবাগ এলাকায় থেকে স্থানীয় নাসা গামের্ন্টেসে পোশাক কারখানায় কাজ করতেন। মর্জিনার পারিবারিক সুত্র জানায়, অভাবের তাড়নায় আশুলিয়ার ঘোষবাগ এলাকায় এসে স্থানীয় পোশাক কারখানায় চাকুরী নেয় মর্জিনা। একদিকে নিজের সংসার ও অন্যদিকে স্বামীর চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে প্রতিমাসে হিমশিম খেতে হয় তাদের। ফলে আশপাশের বিভিন্ন দোকানে দেনা করতে শুরু করে। গত কয়েকমাসে প্রায় ৩০ হাজার টাকা দেনা হয়ে যায় তাদের। পাওনাদাররাও প্রায়ই দেনার টাকার জন্য মর্জিনাকে গালমন্দ করতেন।

পরে গত বুধবার বেলা ১১টার দিকে হঠাৎ করেই পাশের মাছ ব্যবসায়ী বাতেন নামের এক পাওনাদার মর্জিনাকে তাদের ভাড়া বাড়ির একটি কক্ষে নিয়ে আটকে রাখে। এর পর থেকেই সেখানে পাশের মুদি দোকানি রফিক, জসিমসহ আরও কয়েকজন পাওনাদার এসে জড়ো হয়। বিভিন্ন ভাবে তাকে অপমান-অপদস্ত করতে শুরু করে। সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত অপমান-অপদস্ত করার পর গ্রাম থেকে টাকা নিয়ে আসার জন্যও চাপ দিতে শুরু করে লোকজন। সারাদিন অকথ্য ভাষায় গালিগালাজ করার পর রাতে বাহির থেকে মর্জিনা ও তার কিশোরী কন্যাকে তালা মেরে রাখা হতো। ঠিকমতো খাবারও দেয়া হতো না তাদের।

অবশেষে বৃহস্পতিবার রাতে ক্ষুদার্ত কিশোরী ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে মায়ের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে চিৎকার শুরু করে দেয় ওই কিশোরী। পরে বিষয়টি স্থানীয়রা আশুলিয়া থানায় অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহত মর্জিনার মেয়ে শারমিন বলেন, স্থানীয় দোকানিসহ আশপাশের বিভিন্ন লোকজন তাদেরকে তিনদিন বাতেনের কক্ষে আটকে রাখে। ঠিকমতো খাবারও দিতো না তাদের। আর প্রতিদিন রাত ১০টার পর লোকজন তার মাকে ওই কক্ষ থেকে বের করে বাহিরে নিয়ে যেত। পরে রাত ১২টার দিকে আবার কক্ষের ভেতরে দিয়ে বাহির থেকে কক্ষ তালা দিয়ে রাখত। প্রতিদিন তার মা কক্ষের ভেতরে প্রবেশ করার পর তারা ভেতর থেকে দরজা আটকিয়ে ঘুমিয়ে পড়তেন।

তবে বৃহস্পতিবার রাতে ভেতর থেকে কক্ষ না আটকিয়ে কিশোরী তার মায়ের সাথে ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে মায়ের ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে দুপুরের দিকে পুলিশ তালা ভেঙে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ততক্ষণে পাওনাদাররা এলাকা থেকে সটকে পড়েন।

শুক্রবার সরেজমিনে ঘোষবাগ এলাকার রফিকের ভাড়াটিয়া বাতেনের বাড়ির ওই কক্ষে গিয়ে দেখা যায়, মেঝেতে মর্জিনার মৃতদেহ পড়ে রয়েছে। পাশেই তার কিশোরী কণ্যা আর্তনাদ করে কাদঁছে। তবে কক্ষের সিলিং থেকে মেঝের দুরত্ব কম হওয়া এটি হত্যা না আত্মহত্যা সে বিষয়ে স্পষ্ট হতে পারেনি পুলিশ।

এ ব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আওয়াল বলেন, বিষয়টি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্নহত্যার ঘটনা। নিহতের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান। এছাড়াও পলাতক ব্যক্তিদের আটকের জন্য অভিযান চালানো হচ্ছে বলেও তিনি জানান।-প্রিয়
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে