মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০১৭, ১২:২০:৫৪

স্বামী-স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নেওয়া মেডিকেল ছাত্রীর রহস্যজনক মৃত্যু!

স্বামী-স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নেওয়া মেডিকেল ছাত্রীর রহস্যজনক মৃত্যু!

ঢাকা : সাভার পৌর এলাকার বাড্ডা থেকে সাভার গণস্বাস্থ্য মেডিকেল হাসপাতালের এক ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তার নাম দিলআরা আফরোজ (২১)।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠালেও এ বিষয় কোনো পক্ষ থেকে অভিযোগ না পাওয়ায় সোমবার রাত পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি।

গত রোববার রাতে এ ঘটনায় সাভার মডেল থানায় পুলিশ বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে। পুলিশ জানায়, নিহতের পরিবারের লোকজনকে খবর দেয়া হলেও তারা থানায় আসে নাই।

নিহত ছাত্রী দিলারা ঢাকা উত্তরার একটি ফ্যাশন ডিজাইন কলেজের ছাত্রের সঙ্গে স্বামী-স্ত্রী পরিচয়ে স্থানীয় ভাটপারার রাজা মিয়ার বাড়ি ভাড়া নিয়ে বসবাস করতেন। তারা দুইজনই ভালোবেসে বিয়ে করেন পরিবারের ইচ্ছার বিরুদ্ধে। ছেলের বাসা সাভার সবুজবাগ এলাকায় ও মেয়ের বাসা স্থানীয়  ইমান্দিপুরে।

এলকাবাসী জানান, গত ৫ মাস আগে ফিরোজ আহম্মেদ (২৫) ও দিলআরা আফরোজ (২১) স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে মাসিক এক হাজার টাকা ভাড়ায় বাড্ডায় একটি দুইতলা বাড়ির একটি রুম ভাড়া নেন। প্রায় সময় তাদের মধো মনোমালিন্য হতো বলেও জানান তিনি।

বাড়ির মালিকের ছেলে মেহেদি হাসান জানান, গত রোববার  ফিরোজ আহম্মেদের চিৎকার শুনে তারা দৌড়ে এসে দেখতে পান ফিরোজ তার স্ত্রীকে পানি খাওয়ানোর চেষ্টা করছেন এবং রুমের সিলিং ফ্যান সঙ্গে একটি ওড়না ঝুলে আছে। এর পর ফিরোজ আহম্মেদ দিলআরাকে  সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন হাসপাতাল কর্তৃপক্ষ।

দিলআরা আফরোজের বাবা বলেন, ছেলের পরিবার ও আমার পরিবারের অমতে তারা দুইজন বিয়ে করে এক বছর আগে। ছেলের পরিবার এই বিয়ে মেনে না নেয়ার কারণে তারা দুইজন ভাড়া বাসায় বসবাস করতেন। তিনি বলেন, আমার মেয়ে আত্মহত্যা করে নাই, তাকে হত্যা করা হয়েছে।

সাভার মডেল থানার পুলিশ উপপরিদর্শক ফরহাদ হোসেন বলেন, গত রোববার লাশ উদ্ধার করে ময়নাতদন্ত করার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এমটিনিউজ/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে