নিউজ ডেস্ক : আর একটু পরেই পুরোপুরি চালু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত মগবাজার মৌচাক উড়ালসড়ক। দুপুর ১২টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মৌচাক মোড়ে ডিজিটাল বোর্ডের মাধ্যমে ফ্লাইওভারের উদ্বোধন করা হবে। উদ্বোধন অনুষ্ঠানের সময় মৌচাক থেকে মালিবাগ রেলগেট পর্যন্ত রাস্তায় যান চলাচল বন্ধ থাকবে। এ সময় বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
নয় কিলোমিটার দীর্ঘ তিন তলাবিশিষ্ট চার লেনের এই উড়ালসড়ক ১০ মাত্রার ভূমিকম্প সহনশীল। এর নিচে বিভিন্ন জায়গায় আটটি বড় মোড় ও তিনটি রেলক্রসিং আছে।
২০১২ সালের ১৮ই নভেম্বর এর কাজ শুরু হয়। আগেই কাজ শেষ হওয়ার কথা থাকলেও নকশায় ত্রুটিসহ বিভিন্ন জটিলতায় কয়েকবার প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়।
এই উড়ালসড়কের একপাশ আগেই চালু হয়েছে। এখন মৌচাক, মালিবাগসহ পুরোটা চালু হচ্ছে। এতে চলাচলে স্বস্তি ফিরবে বলে আশা করছে নগরবাসী।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস