ঢাকা: রাজধানীর মগবাজার-মৌচাক ফ্লাইওভার আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সেতুর উদ্বোধন করেন।
এই সময় মৌচাক-মালিবাগ ফ্লাইওভারের উদ্বোধনী অনুষ্ঠানে কে কাকে বাদ দিয়ে মঞ্চে থাকবেন তা নিয়ে স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে। সকালে মৌচাক মোড়ে মঞ্চে ওঠার প্রতিযোগিতা এক পর্যায়ে হাতাহাতিতে রূপ নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য মঞ্চ থেকে সবাইকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ।
সে সময় এলজিইডির কর্মকর্তা বাদে সবাইকে মঞ্চ ছাড়ার নির্দেশ দেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মো. রইসউদ্দিন। আর মঞ্চে উঠে সবাইকে শান্ত থাকার অনুরোধ জানিয়ে বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। পরে পরিস্থিতি শান্ত হয়।
২০১৩ সালের ১৬ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় নয় কিলোমিটার লম্বা ফ্লাইওভারটির নির্মাণকাজের উদ্বোধন করেন। ফ্লাইওভারটির কাজ তিন ভাগে করা হয়েছে। গত বছরের ৩০ মার্চ সাতরাস্তা-মগবাজার-হলি ফ্যামিলি হাসপাতাল অংশে যান চলাচল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস