শনিবার, ২৮ অক্টোবর, ২০১৭, ০৩:২৩:০৯

প্রতিটি সিগন্যালেই যানজটে খালেদার গাড়িবহর, তিন ঘণ্টায় পৌঁছালেন কাঁচপুর ব্রিজে

প্রতিটি সিগন্যালেই যানজটে খালেদার গাড়িবহর, তিন ঘণ্টায় পৌঁছালেন কাঁচপুর ব্রিজে

নিউজ ডেস্ক : গুলশানের বাসভবন ফিরোজা থেকে সকাল ১০টা ৪০ মিনিটে যাত্রা শুরুর প্রায় তিন ঘণ্টা পর দুপুর দেড়টার দিকে কাঁচপুর ব্রিজের কাছে পৌঁছেছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহর।

গুলশান থেকে যাত্রা শুরুর পর কাঁচপুর পর্যন্ত প্রায় প্রতিটি সিগন্যালেই যানজটে পড়েছে খালেদার গাড়িবহর। বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের দেখতে কক্সবাজারের উদ্দেশে এ যাত্রা খালেদার।

বনানী, বিজয় সরণি, কারওয়ান বাজার, বাংলামোটর, কাকরাইল, ফকিরাপুল, মতিঝিল, শনিআখড়া, চিটাগাং রোড ও কাঁচপুর সিগন্যালে গাড়ির প্রচণ্ড চাপও দেখা গেছে।

প্রায় তিন ঘন্টায় খালেদা জিয়াকে বহনকারী গাড়িটি কাঁচপুর ব্রিজ অতিক্রম করলেও বহরে থাকা শতাধিক গাড়ি শনিরআখড়া, চিটাগাং রোড ও কাঁচপুর ব্রিজ এলাকায় আটকা পড়েছে।

শনিবার দুপুরে ফেনী সার্কিট হাউজে যাত্রা বিরতি করবেন বিএনপি চেয়ারপারসন। এরপর সেখান থেকে বিকেলে যাত্রা শুরু করে রাতে চট্টগ্রাম সার্কিট হাউজে পৌঁছে সেখানেই রাত্রীযাপন করবেন তিনি।

রোববার সকালে চট্টগ্রাম সার্কিট হাউজ থেকে কক্সবাজারের উদ্দেশে যাত্রা শুরু করবেন খালেদা জিয়া। বিকেলে কক্সবাজার সার্কিট হাউজে পৌঁছাবেন এবং সেখানে রাত্রীযাপন করবেন।

সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত খালেদা জিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন এবং ত্রাণও বিতরণ করবেন।

এরপর আবার কক্সবাজার সার্কিট হাউজে বিশ্রাম শেষে চট্টগ্রাম সার্কিট হাউজের উদ্দেশে যাত্রা শুরু করবেন খালেদা জিয়া। সেখানে রাত্রীযাপন শেষে মঙ্গলবার চট্টগ্রাম সার্কেট হাউজ থেকে যথারীতি ফেনী হয়ে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন সাবেক এই প্রধানমন্ত্রী।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে