ঢাকা: বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সভাপতি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের বাড়ির সামনে নির্মাণ সামগ্রী রাখায় ৩৫ হাজার টাকা জরিমানা করছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার বিকেলে ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ারের ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করেন।
এ বিষয়ে ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার বলেন, বারিধারা আবাসিক এলাকার ৭ নম্বর রোডের ২৫ নম্বর হোল্ডিং এ নির্মাণ কাজ হচ্ছে। কিন্তু নির্মানাধীন বাড়িটির ফুটপাতের উপর ফেলে রাখা হয়েছিল সিমেন্ট, ইট পাথর ও রড। পাশাপাশি রাস্তার উপর ঢালাই মেশিন রেখে করা হচ্ছিল ঢালাইয়ের কাজ। তাতে সাধারণ মানুষের চলাচলে ব্যাঘাত ঘটছিল। এছাড়া সিটি করপোরেশনের রাস্তার ক্ষতিসাধনও হয়েছে।
তিনি বলেন, এজন্য বাড়ির মালিককে সিটি করপোরেশন আইন অনুযায়ী নগদ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার বলেন, জানা গেছে বাড়িটির মালিক সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় পার্টির সভাপতি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তিনি নিজে বাড়িটি তৈরি করছেন বলে সাইট ইঞ্জিনিয়ার জানিয়েছেন।
এমটিনিউজ২৪/এইচএস/কেএস