সোমবার, ১৩ নভেম্বর, ২০১৭, ০৭:৩৩:৫২

পুলিশের চোখ ফাঁকি দিতে বিএনপি নেতাকর্মীদের একি কাণ্ড

পুলিশের চোখ ফাঁকি দিতে বিএনপি নেতাকর্মীদের একি কাণ্ড

নিউজ ডেস্ক: বিএনপির সমাবেশকে ঘিরে রাজধানীর প্রবেশ পথগুলোতে তল্লাশি চালায় পুলিশ। নেতাকর্মীদের বহন করা গাড়িবহর আটকে দেয় তারা। আজ রোববার তল্লাশি চালিয়ে আটক করা হয়েছে প্রায় অর্ধশতাধিক নেতাকর্মীকে।

তাই সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল মহাসমাবেশে আসতে পুলিশের চোখ ফাঁকি দিতে অভিনব পদ্ধতিতে ব্যাবহার করলেন বিএনপির কয়েকজন নেতাকর্মী। তারা গাড়িতে শুভ বিবাহ সাইনবোর্ড লাগিয়ে, ফুল দিয়ে সাজিয়ে, একজনকে বিয়ের পাত্র বানিয়ে বিনা বাধায় মহা সমাবেশে যোগ দেয়। বরযাত্রী মনে করে পুলিশ তাদেরকে পথে আটকিয়ে দেয়নি।

বিএনপির অভিযোগ, বিভিন্ন পরিবহন মালিক নেতাকর্মীদের কাছে গাড়ি ভাড়া দিচ্ছে না। পরিবহন মালিকরা বলছে, তাদের উপর চাপ রয়েছে। এদিকে সমাবেশে আসার পথে সাভারে বিএনপির ১৮ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

নাশকতা করতে পারে এমন আশঙ্কা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানানো হয়। ঢাকা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি অভিযোগ করে বলেন, সকাল ১০টায় সমাবেশে যোগ দিতে সাভার থেকে রওয়ানা করেন। কিন্তু আমিন বাজারে পুলিশের একটি চেকপোস্টে তাদের ১৩টি গাড়ি আটকে দেয়া হয়।

গাজীপুরে তল্লাশি চালিয়ে রোববার দুপুর পর্যন্ত পুলিশ বিএনপির ২৯ জন নেতাকর্মীকে আটক করেছে। ঢাকামুখী বিভিন্ন গণপরিবহন বন্ধ করে দিয়েছে। এ বিষয়ে গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন বলেন, নেতাকর্মীদের আটক করে ভয়-ভীতি দেখানো হচ্ছে। যাতে তারা সমাবেশে না যায়। আজ সকাল থেকে গণপরিবহনগুলো বন্ধ করে দিয়েছে। পুলিশ সদস্যরা ঢাকার দিকে কোনও গাড়ি চলতে দিচ্ছে না।

তবে অভিযোগ অস্বীকার করে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান বলেন, নিরাপত্তার জন্য তল্লাশি চৌকি বসানো হয়েছে। বিএনপির নেতাকর্মীদের বাধা দেয়া হচ্ছে না।
এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে