শনিবার, ০২ ডিসেম্বর, ২০১৭, ০৩:৩২:০৫

মেয়র আনিসুল হকের মরদেহে প্রধানমন্ত্রীর শ্রদ্ধাঞ্জলি

মেয়র আনিসুল হকের মরদেহে প্রধানমন্ত্রীর শ্রদ্ধাঞ্জলি

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুপুর ২:৪৫ মিনিটে প্রয়াত মেয়র আনিসুল হকের বনানীর বাস ভবনে যান। প্রধানমন্ত্রী সেখানে গেলে এক আবেগঘন পরিবেশ তৈরী হয়।

প্রধানমন্ত্রী মরহুম মেয়রের মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন। আনিসুল হকের স্ত্রী, পুত্র, কন্যারসহ মরহুমের পরিবারের সদস্যরা এসময় কান্নায় ভেঙে পড়েন। পরে প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন। এরপর পরিবারের সদস্যদের সঙ্গে একান্তে বসে কথা বলেন তিনি।

বাসভবনে প্রায় ৩০ মিনিট অবস্থান করেন। স্পিকার শিরীন শারমীন চৌধুরী, আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলির সদস্য বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, মরহুমের ভাই সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকসহ মন্ত্রীসভার সদস্য ও আওয়ামীলীগের সিনিয়র নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন।
এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে