শনিবার, ০২ ডিসেম্বর, ২০১৭, ০৩:৩৫:৪৬

মাকে বড় বেশি ভালোবাসতেন মেয়র আনিসুল হক

মাকে বড় বেশি ভালোবাসতেন মেয়র আনিসুল হক

নিউজ ডেস্ক : মাকে বড় বেশি ভালোবাসতেন মেয়র আনিসুল হক। সব সময় বলতেন, মায়ের দোয়া তার সবচেয়ে বড় শক্তি। মায়ের দোয়ার কারণেই তিনি আজ এত বড় হয়েছেন।

রাজধানীর বনানী কবরস্থানে মা ও ছেলের কবর। ছেলের কবরেই শায়িত করা হবে মেয়র আনিসুল হককে। পাশেই তাঁর মায়ের কবর।

টিভি ব্যক্তিত্ব, ব্যবসায়ী ও মেয়র আনিসুল হকের মরদেহ আজ বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে যুক্তরাজ্য থেকে ঢাকায় আসে। বিমানবন্দর থেকে মরদেহ নেওয়া হয় তাঁর বাসভবনে। বিকেল ৩টায় সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর মরদেহ নেওয়া হবে আর্মি স্টেডিয়ামে।

জানাজা শেষে সন্ধ্যার আগেই বনানী কবরস্থানে তাঁর দাফন অনুষ্ঠিত হবে। আব্দুন নূর তুষার বলেন, ‘সেখানে তাঁর মায়ের কবর আছে। সেখানে তাঁর পুত্র সন্তানের কবর আছে। সেখানে তাঁর পুত্রসন্তানের কবরে তাঁর সাথে সমাহিত করা হবে।’

বনানী কবরস্থানে আনিসুল হকের মায়ের পাশাপাশি তাঁর ছেলে মোহাম্মদ শারাফুল হকের কবর আছে। ২০০২ সালে মাত্র ছয় বছর বয়সে মারা যায় শারাফুল হক।

গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১০টা ২৩ মিনিটে লন্ডনের ওয়েলিংটন হাসপাতালে মারা যান ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক।
এমটিনিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে