রবিবার, ২৪ ডিসেম্বর, ২০১৭, ০৫:৫৮:৪৮

কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকদের অনশনে খাবার বিক্রির ধুম

 কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকদের অনশনে খাবার বিক্রির ধুম

নিউজ ডেস্ক: বেতন বৈষম্য নিরসনের দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। এদিকে কর্মসূচিতে অংশ নেয়া দেশের বিভিন্ন জেলা থেকে আসা প্রাথমিক বিদ্যালয়ের হাজার হাজার সহকারী শিক্ষকদের মাঝে খাবার বিক্রির ধুম পড়েছে। কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নানা রকমের খাবারের পসরা সাজিয়ে বসেছেন হকাররা।

শহীদ মিনার চত্বরে সরজমিনে দেখা যায়, অস্থায়ী চটপটির দোকানসহ ফেরি করে শশা, খিরা, আমড়া, চা-কফি, পান, বাদাম-বুট, সিগারেট, প্যাটিস, মোয়া, ঝালমুড়ি, ছোলা, পেয়ারা, আইসক্রিম, ভেলপুড়ি, দই, ডাব বিক্রি করছেন এসব হকাররা। অনশন কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষকদের মধ্য থেকেও কেউ কেউ এসব খাবার কিনে খাচ্ছেন।

ভেলপুরি বিক্রেতা আবুবকর বলেন, বেচাবিক্রি ভালোই হচ্ছে। কাল (শনিবার) বেশি মানুষ ছিল, বিক্রি আরও ভালো ছিল। আজ (রোববার) মানুষ কম।

চটপটি বিক্রেতা মনির হোসেনও বললেন একই কথা। তিনি বলেন, বিক্রি ভালোই হচ্ছে, তবে কালকের (শনিবার) থেকে কম।

উল্লেখ্য, প্রধান শিক্ষকদের এক গ্রেড নিচে বেতন নির্ধারণের দাবিতে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক মহাজোটের উদ্যাগে গতকাল শনিবার সকাল থেকে আমরণ অনশন কর্মসূচি শুরু করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। আজ (রোববার) দ্বিতীয় দিনের মতো এ কর্মসূচি চলছে।

এদিকে টানা অনশনের দ্বিতীয় দিন কয়েকজন শিক্ষক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে শিক্ষকরা বলছেন, দাবি পূরণ না হলে তারা শহীদ মিনার ত্যাগ করবেন না।
এমটিনিউজ২৪.কম/এন/মান

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে