রবিবার, ২৪ ডিসেম্বর, ২০১৭, ০৯:৩১:৫৮

শিক্ষকদের শহীদ মিনারে আসতে হবে জানলে মুক্তিযুদ্ধ করতাম না: কাদের সিদ্দিকী

শিক্ষকদের শহীদ মিনারে আসতে হবে জানলে মুক্তিযুদ্ধ করতাম না: কাদের সিদ্দিকী

নিউজ ডেস্ক: প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দাবি মেনে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়ে বীর মুক্তিযোদ্ধা কাদের সিদ্দিকী বলেছেন, শিক্ষকদের এই আন্দোলনে ভবিষ্যতে আপনার জন্য বুমেরাং হতে পারে।

রোববার কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশনে নামা সহকারী প্রাথমিক শিক্ষকদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে তিনি এই কথা বলেন।

শনিবার থেকে বেতন বৈষম্য নিরসনের এক দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশনে নেমেছেন সারাদেশ থেকে আসা সহকারী প্রাথমিক শিক্ষকরা।

তাদের দাবির সঙ্গে একমত পোষণ করে কাদের সিদ্দিকী বলেন, যদি জানতাম দাবি আদায়ের জন্য শিক্ষকদের শহীদ মিনারে আসতে হবে তবে আমি মুক্তিযুদ্ধ করতাম না।

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি কোনো কথা শুনতে চান না। তার পা পাটিতে পড়ে না। তারপরও আমি বলবো আপনি শিক্ষকদের অবস্থা দেখুন, তাদের কথা শুনুন, তাদের দাবি মেনে নিন। আপনার অফিসের পিয়নের বেতনও শিক্ষকদের চেয়ে বেশি। তাই আপনি শিক্ষকদের পাশে দাঁড়ান।

সাবেক এ আওয়ামী লীগ নেতা আরও বলেন, প্রধান শিক্ষকদের সঙ্গে সহকারী শিক্ষকদের বেতনের বৈষম্য এতো বেশি হওয়া যৌক্তিক নয়। বেতনের পার্থক্য হতে হবে যুক্তিযুক্ত।

আন্দেলনরত শিক্ষকরা দাবি আদায় পূরণ না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। ইতোমধ্যে অনশনে থাকা ৩৬ জন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন। তাদের স্যালাইন দিয়ে রাখা হয়েছে।

আগামী ১ জানুয়ারী বই উৎসবে তারা যোগ দিবেন কিনা প্রশ্ন করা হলে চ্যানেল আই অনলাইনকে বলেন, আমরা যদি অনশনে থাকি তাহলে কীভাবে বই উৎসবে যাবো। আমাদের অনকেই তো অসুস্থ হয়ে হাসপাতলে আছে, তাহলে আমরা কীভাবে যাবো। যদি ৩০ ডিসেম্বরের মধ্যে কোন ঘোষণা আসে তাহলে আমরা বই উৎসবে যাবো।
এমটিনিউজ২৪.কম/এন/মান

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে