নিউজ ডেস্ক: বেতন বৈষম্যের প্রতিবাদে তৃতীয় দিনের মতো আমরণ অনশন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।
রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারে সারাদেশ থেকে আসা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা এ কর্মসূচি পালন করছেন। টানা অনশনের কারণে সকালে বেশ কয়েকজন শিক্ষক অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
আন্দোলনরত শিক্ষকদের দাবি, স্বাধীনতার পর বেতন গ্রেডে প্রধান শিক্ষকের থেকে সহকারী শিক্ষকরা এক ধাপ নিচে ছিলেন। কিন্তু পরবর্তীতে তাদের তিন ধাপ নিচে নামিয়ে দেয়া হয়। গত কয়েক বছর ধরে এ বৈষম্য নিরসনে কর্তৃপক্ষ আশ্বাস দিলেও তা আলোর মুখ দেখেনি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনশন কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষকরা।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস