শনিবার, ৩০ ডিসেম্বর, ২০১৭, ০৬:৫৫:০৮

গণভবনে মেয়রপ্রার্থী আতিকুল ইসলামের ১৫ মিনিট, প্রধানমন্ত্রীকে যা জানিয়েছেন

গণভবনে মেয়রপ্রার্থী আতিকুল ইসলামের ১৫ মিনিট, প্রধানমন্ত্রীকে যা জানিয়েছেন

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবনে সৌজন্য সাক্ষাত করেছেন আওয়ামী লীগ থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপ নির্বাচনে মেয়রপ্রার্থী হতে আগ্রহী আতিকুল ইসলাম। ব্যবসায়ী নেতা আতিকুল ইসলাম শনিবার দুপুরের দিকে গণভবনে প্রবেশ করেন।

এ প্রসঙ্গে আলাপকালে বিজিএমইএ’র সাবেক এ সভাপতি বলেন, আমি গণভবনে দুপুর ২ টার পর গিয়েছিলাম। কি কি বিষয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রীর সঙ্গে কথা হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি আগামী উপ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে মাঠে নেমে যেসব কাজ করছি সে বিষয়ে নেত্রীকে অবহিত করেছি মাত্র। কতক্ষণ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি প্রধানমন্ত্রীর সঙ্গে মাত্র ১৫ মিনিট কথা বলেছি। আগামীকাল ভাসানটেক এলাকায় গণসংযোগে নামবো বলে নেত্রীকে জানিয়েছি।

আওয়ামী লীগের একটি বিশস্ত সূত্র নিশ্চিত করেছে, আওয়ামী লীগের পক্ষ থেকে ডিএনসিসি উপ নির্বাচনে মেয়র প্রার্থী হিসাবে সবুজ সংকেত পেয়েছেন। তবে আনুষ্ঠানিকভাবে এখনো ঘোষণা দেয়া হয়নি। কারণ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা ডেকেই আতিকুল ইসলামকে প্রার্থী হিসাবে ঘোষণা করা হবে।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে