নিউজ ডেস্ক: নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের নেতৃত্বে এমপিওভুক্তির দাবিতে চলমান আন্দোলনের ৭ম দিনে অসুস্থ হয়ে পড়েছেন ৬ জন। আমরণ অনশনের কারণে অভুক্ত শিক্ষকরা ক্রমেই দুর্বল হয়ে পড়ছেন। অসুস্থ শিক্ষকদের স্যালাইন দেয়া হচ্ছে।
অসুস্থদের মধ্যে ২ শিক্ষকের নাম জানা গেছে। তারা হলেন কুষ্টিয়ার আব্দুল রাজ্জাক, ও নাটোরের লালপুর থানার মতিউর রহমান। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়েছে। তবে বাকিদের আন্দোলনস্থলেই স্যালাইন দেয়া হয়েছে।
নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ বিনয় ভূষণ রায় জাগো নিউজকে এ তথ্য জানিয়ে বলেন, আরও অনেকেই অসুস্থ হয়েছেন। তাদের অনেকেই আশপাশের বিভিন্ন ফার্মেসি থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে আবার আন্দোলনে যোগ দিচ্ছেন।
গত ৭ দিন ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে এমপিওভুক্তির দাবি আদায়ে আন্দোলন করছেন বেসরকারি বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা। গত রোববার থেকে আমরণ অনশন কর্মসূচিতে নেমেছেন তারা। আজ আমরণ অনশনের দ্বিতীয় দিন।
সোমবার এ অনশন কর্মসূচিতে অংশ নিয়ে সংহতি প্রকাশ করেছেন সিপিবি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স ও বারডেম হাসপাতালের অধ্যাপক এম এ সাঈদ।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস