শুক্রবার, ০৫ জানুয়ারী, ২০১৮, ০৯:২৮:৪৭

তিতুমীর কলেজের ছাত্রকে বাস থেকে ধাক্কা দিয়ে হত্যা

 তিতুমীর কলেজের ছাত্রকে বাস থেকে ধাক্কা দিয়ে হত্যা

নিউজ ডেস্ক: রাজধানীর মহাখালীতে তিতুমীর কলেজের এক ছাত্রকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলার পর চাপা দিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরেক ছাত্রকে।

বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে মহাখালীর আমতলীতে এই ঘটনা ঘটে। নিহত ছাত্রের নাম দিয়ে শাকিল শেখ (২০)। নিহত শাকিল শেখ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার শামুকখোলা গ্রামের আক্কাস আলীর ছেলে। শাকিল তিতুমীর কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষে ছাত্র। আহত ছাত্রের নাম রায়হান ইসলাম। তিনি একই কলেজের দর্শন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। তাকে জাতীয় অর্থপেডিকস হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়েছে।

আহত রায়হান জানান, বিকেল ৫টার দিকে মহাখালী ফ্লাইওভার ব্রিজের নিচে আমতলী ক্রসিং হেঁটে চার বন্ধু রাস্তা পার হচ্ছিলেন। এ সময় হাত দিয়ে ইশারা দেওয়া সত্ত্বেও উত্তরাগামী কলেরা হাসপাতালের একটি বাস তাদের ধাক্কা দেয়। এতে কেউ তেমন আহত না হলেও তারা উত্তেজনাবশত ওই বাসে উঠে পড়েন। এরপর চালককে সাবধান করতে শাসাতে থাকেন। এক পর্যায়ে চলন্ত বাসেই যাত্রী ও হেলপার মিলে আমাকে (রায়হান) ও শাকিলকে ধাক্কা দিয়ে বাস থেকে ফেলে দেন। এতে পড়ে গেলে ওই বাসের পেছনের চাকা শাকিলের মাথার ওপর দিয়ে উঠে যায় এবং তার (রায়হান) হাত ভেঙে যায়। ঘটনাস্থলেই নিহত হয় শাকিল।

পরে পুলিশ শাকিলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাতে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

বনানী থানার উপপরিদর্শক (এসআই) শেখ মিজানুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় এই হতাহতের ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পেরেছি। বাসটি আটক করা হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে