রবিবার, ০৭ জানুয়ারী, ২০১৮, ০৯:৪২:৫৭

আমার নেওয়ার কিছু নেই, দেওয়ার পালা: আতিকুল

আমার নেওয়ার কিছু নেই, দেওয়ার পালা: আতিকুল

নিউজ ডেস্ক: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপ-নির্বাচন থেকে নিজের কিছু পাওয়ার নেই বলে মন্তব্য করেছেন এই নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘আমি একটি দিন, একটি মুহূর্তও নষ্ট করব না। আমার এখন নেওয়ার কিছু নেই। আমার দেওয়ার পালা।’

রবিবার (৭ জানুয়ারি) রাজধানীর কাওরান বাজার এলাকায় গণসংযোগের সময় এসব কথা বলেন তৈরি পোশাক খাতের ব্যবসায়ীদের সংগঠন বিজিএমইএ’র সাবেক সভাপতি আতিকুল ইসলাম।

গণসংযোগে ডিএনসিসি’র প্রয়াত মেয়র ও বিজিএমইএ’র আরেক সাবেক সভাপতি আনিসুল ইসলামের অসমাপ্ত কাজগুলোকে সমাপ্ত করার প্রত্যয় জানান আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘প্রয়াত মেয়র আনিসুল হক এই শহরের জন্য দিনরাত পরিশ্রম করেছেন। তিনি বিজিএমইএ’র সভাপতি ছিলেন, আমিও বিজিএমইএ’র সভাপতি ছিলাম। আপনারা আমাকে দেখেছেন। আমি চাই, আনিস ভাই যেখানে কাজ শেষ করে গেছেন, আমি সেখান থেকে তার কাজ শুরু করব।’

আতিকুল ইসলাম আরও বলেন, ‘আপনারা আজ বিভিন্ন গণমাধ্যমে দেখেছেন, প্রধানমন্ত্রী এই নির্বাচনে আমাকে মনোনয়ন দিতে পারেন। আমি আশা করি, তিনি আমাকে মনোনয়ন দেবেন। এজন্য আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।’ এসময় ডিএনসিসি’র বাসিন্দাদের আশা পূরণ করবেন বলেও আশাবাদ জানান তিনি।

উল্লেখ্য, আগামী ২৬ ফেব্রুয়ারি ডিএনসিসি’র উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ৩০ নভেম্বর লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় ডিএনসিসি মেয়র আনিসুল হক মারা গেলে ৪ ডিসেম্বর মেয়রের পদ শূন্য ঘোষণা করা হয়।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে