নিউজ ডেস্ক: সদ্য নিয়োগ পাওয়া ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরিদুল আলম তালুকদার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না….)। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকালে তিনি সুপ্রিম কোর্টে আসার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের প্রশাসনিক কর্মকর্তা নাসির উদ্দিন।
এদিকে, বিষয়টি জানার সঙ্গে সঙ্গে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম হাসপাতালে ছুটে যান। বৃহস্পতিবার বাদ আসর ফরিদুল আলম তালুকদারের জানাজা সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।
ফরিদুল আলম তালুকদার ঢাকার কমলাপুরের ১১/১ এ, কবি জসিমউদ্দিন সড়কে বসবাস করতেন। তার গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলায়। এর আগে গত ৪ জানুয়ারি তিনিসহ ৩৪ আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয় সরকার।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস