নিউজ ডেস্ক: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের তারটিয়া এলাকায় একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলে হঠাৎ বাসটিতে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় বাসটি পুড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এলেঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ তরিকুল ইসলাম জানান, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী শ্যামলী পরিবহনের একটি বাস শুক্রবার বিকেলে মহাসড়কের তারটিয়া এলাকায় বিকল হয়ে পড়ে। পরে বাস শ্রমিকরা যাত্রীদের নামিয়ে গাড়ির মেরামত কাজ শুরু করে। এ সময় হঠাৎ করে বাসে আগুন ধরে যায়।
পরে টাঙ্গাইল থেকে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস