নিউজ ডেস্ক : ঢাকা উত্তর সিটি নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন তাবিথ আউয়াল। বিএনপির মনোনয়ন কমিটি তাকে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে। এর আগে ঢাকা উত্তর সিটি কর্পেোরেশন নির্বাচনে প্রয়াত মেয়র আনিসুল হকের নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন বিএনপি এই তরুণ নেতা। যদিও তিনি মাঝপথে নির্বাচন বয়কট করেছিলেন।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ২৫ হাজার টাকা জামানতসহ মনোনয়ন ফরম জমা দেন তাবিথ আওয়াল। আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) উপ-নির্বাচনে মেয়র পদে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। ২০ দলীয় জোটের প্রার্থী হিসেবে বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়ালকে চূড়ান্ত মনোনয়ন দেয়া হয়েছে।
সোমবার রাতে চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদেরকে এ তথ্য জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত মনোনয়ন বোর্ড দলীয় প্রার্থী হিসেবে তাবিথ আউয়ালকে চূড়ান্ত মনোনয়ন দেয়। মনোনয়ন বোর্ডে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
নিজেকে কেন যোগ্য প্রার্থী মনে করছেন- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন: ‘একই নির্বাচনে কিছুদিন আগে দল এবং ২০ দলীয় জোট আমাকে সমর্থন দিয়েছিল। যে সমর্থন পাওয়ার পর আমরা ব্যাপক সাড়া পেয়েছিলাম।
একটা বিশেষ জনমত তৈরি করতে পেরেছিলাম। কিন্তু ওই নির্বাচনটা দলের জন্য আশানুরূপ হয়নি। প্রত্যাশা অনুযায়ী হয়নি। আমি মনে করি, যে অভিজ্ঞতা ছিল, যে জনমত আমি ইতোমধ্যে তৈরি করতে পেরেছি, ভোটের অধিকার যারা হারিয়েছে তারা আবারও আশাবাদী আমাকে এবার ভোট দিয়ে নির্বাচিত করবে।’
এমটিনিউজ২৪/এম.জে/ এস