নিউজ ডেস্ক: ঢাকা উত্তর সিটির উপনির্বাচন তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে। রিটের শুনানি শেষে হাইকোর্ট এই আদেশ দেন। বুধবার বেলা সাড়ে ১১টায় এই আদেশ দেন আদালত।
প্রাথমিক শুনানি শেষে বিচারপতি নাঈমা হায়দার চৌধুরী ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ আদেশের এদিন ধার্য করেন।
সীমানা সংক্রান্ত জটিলতা নিষ্পত্তি করার আগেই উত্তর সিটির উপনির্বাচনের তফসিল ঘোষণা করায় সিটি করপোরেশনে নতুন অন্তর্ভুক্ত ভাটারা এবং বেরাইদ ইউনিয়নের চেয়ারম্যান বাদী হয়ে হাইকোর্টে এ রিটটি দায়ের করেন।
রিটে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। ২৬ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণের জন্য তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস