বুধবার, ১৭ জানুয়ারী, ২০১৮, ০২:২৩:১০

৬ মাসের মধ্যে ডাকসু নির্বাচন দেওয়ার নির্দেশ

 ৬ মাসের মধ্যে ডাকসু নির্বাচন দেওয়ার নির্দেশ

নিউজ ডেস্ক: আগামী ছয় মাসের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

১৭ জানুয়ারি বুধবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ প্রিয়.কমকে বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, নির্বাচন আয়োজনের ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করতে আদেশ দিয়েছে আদালত।

ডাকসু নির্বাচনের পদক্ষেপ নিতে শিক্ষার্থীদের পক্ষে ২০১২ সালের ১১ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর ও ট্রেজারারকে লিগ্যাল নোটিশ দেন আইনজীবী মনজিল মোরসেদ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই নোটিশের কোনো জবাব না দিলে ওই বছরই ২৫ শিক্ষার্থীর পক্ষে রিট আবেদন করা হয়।

১৯৯০ সালের ৬ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ ছাত্র সংসদ নির্বাচন হয়। এরপর ১৯৯১, ১৯৯৪ ও ১৯৯৫ সালে তিন দফায় তফসিল ঘোষণা করলেও নির্বাচন হয়নি।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে