শনিবার, ২০ জানুয়ারী, ২০১৮, ০৯:৪৭:৫১

উৎসবকে কেন্দ্র করে ডিজে পার্টির 'শব্দ সন্ত্রাস', অতিষ্ঠ রাজধানীবাসী!

উৎসবকে কেন্দ্র করে ডিজে পার্টির 'শব্দ সন্ত্রাস', অতিষ্ঠ রাজধানীবাসী!

নিউজ ডেস্ক: বিয়ে, গায়ে হলুদ কিংবা জন্মদিন। পারিবারিক এসব অনুষ্ঠান আনন্দ-উৎসবের গণ্ডি ছাড়িয়ে দিন দিন বিরক্তির কারণ হচ্ছে নগরবাসীর। সন্ধ্যা থেকে ভোররাত অবদি উচ্চ শব্দে গান বা ডিজে পার্টি প্রতিবেশীর ভয়াবহ সমস্যার সৃষ্টি করলেও ভ্রুক্ষেপ নেই আয়োজকদের। শহরকেন্দ্রিক এই শব্দ সন্ত্রাসের জন্য নাগরিক দায়িত্ববোধের অভাবকে দায়ী করে জনসচেতনতা বাড়ানোর তাগিদ সমাজবিজ্ঞানীদের। আর 'নাইন নাইন নাইনে' কল করলে তাৎক্ষণিক সহায়তা পাওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

অনুষ্ঠান পারিবারিক। আনন্দও সীমাবদ্ধ পরিবারের সদস্য ও স্বজনদের মধ্যে। কিন্তু উৎসবকে কেন্দ্র করে আয়োজিত ডিজে পার্টি বা গানের শব্দ যেন সার্বজনীন। পুরো পাড়া বা মহল্লায় ছড়িয়ে পড়ছে গগন বিদারী বিরক্তিকর শব্দ। সাম্প্রতিক সময়ে রাজধানীতে পারিবারিক অনুষ্ঠানগুলোতে চলছে এমনই শব্দ সন্ত্রাস। যা কখনো কখনো কারণ হচ্ছে সহিংসতার।

রাজধানীতে পারিবারিক এসব অনুষ্ঠান আনন্দ-উৎসবের গণ্ডি ছাড়িয়ে বিরক্তির কারণ হচ্ছে পাড়া-প্রতিবেশীর। উচ্চ শব্দে গান বা ডিজে পার্টির এসব প্রোগ্রাম অনিয়ন্ত্রিত হয়ে পড়ছে দিনে দিনে। । গেল শুক্রবার রাজধানীর ওয়ারীতে বিয়ে বাড়ির উচ্চ শব্দের গান-বাজনা বন্ধের কথা বলায় খুন হন এক বৃদ্ধ। এদিকে অনুমতির প্রয়োজন হলেও আইন মানছে না কেউই। তবে পুলিশ বলছে বিরক্তিকর শব্দ নিয়ে অভিযোগ করলে সমাধানে নেয়া হবে ব্যবস্থা। সাধারণ মানুষের চাওয়া অনুষ্ঠান পারিবারিক, আনন্দও পারিবারের সদস্যদের মধ্যে সীমাবদ্ধ থাকুক কিন্তু বিরক্তি যেন পুরো পাড়া বা মহল্লার কারণ না হয়ে দাঁড়ায় ।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে