মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০১৮, ০১:০১:৪১

মেয়র আনিসের চল্লিশায় ‘মধ্যমণি’ পরিচ্ছন্নতাকর্মীরা

মেয়র আনিসের চল্লিশায় ‘মধ্যমণি’ পরিচ্ছন্নতাকর্মীরা

ঢাকা : ঢাকা উত্তর সিটি করেপোরেশনের মেয়র আনিসুল হকের মৃত্যুর ৪০ দিনে উত্তরা ও মিরপুরের আঞ্চলিক কার্যালয়ে বিশেষ মিলাদ ও মধ্যাহ্ণভোজের আয়োজন করা হলো। এই আয়োজনটি চল্লিশা নামে পরিচিত।

সোমবার দুপুরে ডিএনসিসির অঞ্চলগুলোতে কর্মরত পরিচ্ছন্নতা কর্মীদের প্রাধান্য দিয়ে তার পরিবারের পক্ষ থেকে এ আয়োজন করা হয় বলে জানান আনিসুল হকের ছেলে নাভিদুল হক। সাধারণত কারও মৃত্যুর ৪০ দিন পর তার জন্য দোয়ার আয়োজন করা হয় যা চল্লিশা নামে পরিচিত।

তবে সময়-সুযোগের অভাবে কখনও কখনও দেরিতেও করা হয় এমন আয়োজন। উত্তরায় ডিএনসিসির উত্তরা কমিউনিটি সেন্টার এবং মিরপুরে ১০ নং ওয়ার্ড কমিউনিটি সেন্টারে এই আয়োজন করা হয়। মঙ্গলবার মহাখালী ও কাওরান বাজার আঞ্চলিক অফিসে একই ভাবে চল্লিশা অনুষ্ঠানের মিলাদ ও মধ্যাহ্ণভোজের আয়োজন রাখা হয়েছে।

এদিন ওই সব অঞ্চলে কর্মরত ডিএনসিসির পরিচ্ছন্নতা কর্মীদের উপস্থিত থাকতে বলা হয়েছে। ডিএনসিসির ৫টি অঞ্চলে মোট প্রায় চার হাজার পরিচ্ছন্নতা কর্মী কর্মরত র‍য়েছে।

নাভিদুল হক বলেন, ‘আমার পিতা একটি পরিচ্ছন্ন ঢাকা নগরীর স্বপ্ন দেখতেন আর পরিচ্ছন্ন ঢাকা গড়ার জন্য এই পরিচ্ছন্নতা কর্মীদের নিয়ে তিনি নিরলস কাজ করছেন।’

প্রয়াত আনিসুল হক ওইসব পরিচ্ছন্ন কর্মীদের খুব ভালোবাসতেন জানিয়ে নাভিদুল বলেন, ‘বাবার প্রতি সম্মান জানিয়ে তার মৃত্যুর পর সবাই (পরিচ্ছন্ন কর্মীরা) যেভাবে অতিরিক্ত এক ঘন্টা কাজ করছেন। এতে বুঝা যায় তারা তাঁকে অন্তর থেকে সম্মান জানাতেন।’

পরিচ্ছন্ন কর্মীদের সম্মান জানাতেই মেয়র আনিসুলে পরিবারের পক্ষ থেকে চল্লিশার আয়োজন করা হয় বলে জানান আনিস-পুত্র। উত্তরায় আয়োজিত অনুষ্ঠানের প্রয়াত মেয়রের স্ত্রী রুবানা হকসহ স্থানীয় কাউন্সিলর এবং ডিএনসিসির শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমটিনিউজ/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে