মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০১৮, ১০:৫৭:৫০

জেএসসিতে ২৬৬ জন ফেল থেকে পাস, নতুন জিপিএ ৫ পেয়েছে ৩২৫

জেএসসিতে ২৬৬ জন ফেল থেকে পাস, নতুন জিপিএ ৫ পেয়েছে ৩২৫

নিউজ ডেস্ক : পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করা জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় ঢাকা বোর্ডে দেড় হাজারের বেশি পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে নতুন করে জিপিএ ৫ পেয়েছে ৩২৫ জন। ফেল থেকে পাস করেছে ২৬৬ জন। সোমবার বোর্ডের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়েছে।

জানা গেছে, জেএসসি পরীক্ষার ফলে অসন্তোষ হয়ে ঢাকা বোর্ডে বিভিন্ন বিষয়ে প্রায় সাড়ে ৭৮ হাজার আবেদন জমা পড়ে। আবেদনের শীর্ষে ছিল গণিত ও ইংরেজি বিষয়। সেসব আবেদনের মধ্যে এক হাজার ৫৪০ জনের জিপিএ পরিবর্তন হয়েছে। আবেদনকারীদের মধ্যে যাদের ফল পরিবর্তন হবে মোবাইল এসএমএসের মাধ্যমে তা জানিয়ে দেয়া হবে।

উল্লেখ্য, গত বছরের ৩১ ডিসেম্বর থেকে চলতি বছরের ৬ জানুয়ারি পর্যন্ত চলে জেএসসি পরীক্ষার ফল পুনরায় মূল্যায়নের আবেদন। এবার ঢাকা বোর্ডে ৩৭ হাজার পরীক্ষার্থী ফল পুনর্মূল্যায়নে বিভিন্ন বিষয়ে ৭৮ হাজার ৪০০টি আবেদন করে। এ বছর জেএসসি-জেডিসি পরীক্ষায় পাসের হার ছিলো ৮৩ দশমিক ৫৬ শতাংশ।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে