বুধবার, ০৭ ফেব্রুয়ারী, ২০১৮, ১০:২৭:৩৩

রাজধানীতে প্রকাশ্যে রাস্তায় শিশুকে পুলিশের নির্যাতন

রাজধানীতে প্রকাশ্যে রাস্তায় শিশুকে পুলিশের নির্যাতন

নিউজ ডেস্ক : দেশের চলমান রাজনৈতিক উত্তেজনার মাঝে বেশ কঠোর অবস্থানে পুলিশ। এমন পরিস্থিতিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। যাতে এক শিশুকে ‘অমানবিকভাবে’ মারধর করতে দেখা যাচ্ছে কয়েকজন পুলিশ সদস্যকে।

বুধবার বেলা পৌনে চারটার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেন গণজাগরণ মঞ্চের একাংশের মুখপত্র ইমরান এইচ সরকার। ভিডিওটিতে দেখা যাচ্ছে, রাজধানীর একটি সড়কে এক শিশু শিক্ষার্থীকে ‘নির্দয়ভাবে’ পিটিয়ে রাস্তায় ফেলে দেন তিন জন পুলিশ সদস্য। মেয়েটি রাস্তা পার হবার চেষ্টা করছিলো আর পুলিশ সদস্যরা তাকে গালিগালাজ করে ফেরানোর চেষ্টা করছিলো।’

হঠাৎ ভিডিও ধারণকারীর দিকে নজর পড়ার পর মেয়েটিকে রেখে তার ওপর চড়াও হন পুলিশ সদস্যরা। পুলিশের এক সদস্য এসে ভিডিওধারণকারীকে বলেন, ‘আপনার সমস্যা কি? ভিডিও করছেন কেনো?’

জবাবে লোকটি বলেন, ‘সমস্যার আবার কি? আপনারা মারছেন আর আমি ভিডিও করছি।’

এরপর তার কাছ থেকে ক্যামেরা কেড়ে নেয়ার চেষ্টা করেন ওই পুলিশ সদস্যরা। ভিডিওটির ক্যাপশনে ইমরান এইচ সরকার লিখেছেন, এই বর্বর পুলিশ সদস্যদের অবিলম্বে বিচারের আওতায় আনা হোক… অমানুষ!

ভিডিও সূত্র: ইমরান এইচ সরকারের ফেসবুক পেজ
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে