বৃহস্পতিবার, ০৮ ফেব্রুয়ারী, ২০১৮, ১২:১৬:৪৫

একটি ফাঁকা চেয়ারের দিকে দৃষ্টি সবার

একটি ফাঁকা চেয়ারের দিকে দৃষ্টি সবার

ঢাকা  :  সকাল ১০টা, রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতের এজলাসের সামনে দিকে উপস্থিত সকলের দৃষ্টি। আদালত কক্ষে উপস্থিত আইন-শৃক্ষলা বাহিনী, আইনজীবী ও গণমাধ্যমের অর্ধশত কর্মী। সবাই অপেক্ষা করছেন কখন আসবেন তিনি। কখন বসবেন আদালতে রাখা ফাঁকা চেয়ারে।

একটি ফাঁকা চেয়ারের দিকে দৃষ্টি সবার। আদালতে রাখা ফাঁকা এ চেয়ারেই বসবেন বেগম খালেদা জিয়া। তিনি আরও অনেক দিন এ চেয়ারে বসছেন। কিন্তু আজ (বৃহস্পতিবার) বসাটা একটু ব্যতিক্রম। আজ তার বিরুদ্ধে দুদকের দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার কথা রয়েছে।

দুইবারের প্রধানমন্ত্রী আদালতে যে চেয়ারে বসেন তা কেমন হয়, সেটি অনেকেই জানেন না। মেরুন রঙের গদি বসানো কাঠের সাধারণ চেয়ার। নিচে একই রঙের ম্যাট। চেয়ারের সামনে একটি টেবিল, তার উপর সাদা রঙের পর্দা বিছানো।

খালেদা জিয়া নিয়মিত এখানে বসেই শুনানিতে অংশ নিয়েছেন। পশ্চিমমুখী এজলাসে বিচারক বসেন পূর্বমুখী হয়ে। আর উত্তর পাশে খালেদা জিয়ার জন্য রাখা হয়েছে ফাঁকা চেয়ার। পূর্ব দিকে লম্বা টেবিলে অপেক্ষাকৃত সিনিয়র ও দক্ষিণ দিকে জুনিয়র আইনজীবীরা বসেছেন। সিনিয়র আইনজীবীদের পাশেই মির্জা আব্বাসকে চুপচাপ বসে থাকতে দেখা যায়।

কিছুক্ষণ পরপর একে অপরের কাছে জানতে চান কখন আসবেন খালেদা জিয়া। তবে নিশ্চিত তথ্য কারো কাছে নেই। উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ছয়জনের বিরুদ্ধে করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা জন্য আজ (৮ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার) দিন ধার্য রয়েছে। রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার ৫নং বিশেষ জজ ড. আখতারুজ্জামান এ মামলার রায় ঘোষণা করবেন।

এমটিনিউজ২৪/এম.জে/এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে