বৃহস্পতিবার, ০৮ ফেব্রুয়ারী, ২০১৮, ১২:৫৫:৫০

হাইকোর্ট এলাকার প্রধান গেট ভেঙে রাস্তায় আসার চেষ্টা করছেন বিএনপি সমর্থকরা

 হাইকোর্ট এলাকার প্রধান গেট ভেঙে রাস্তায় আসার চেষ্টা করছেন বিএনপি সমর্থকরা

নিউজ ডেস্ক : হাইকোর্ট এলাকার প্রধান গেটে থাকা বিএনপি সমর্থকরা গেট ভেঙে রাস্তায় আসার চেষ্টা করছেন। বৃস্পতিবার দুপুর ১২টা ৯ মিনিটে এ পরিস্থিতির সৃষ্টি হয়।
 
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় শোনার জন্য বাসা থেকে বের হলে হাইকোর্ট এলাকার প্রধান গেটে থাকা বিএনপি সমর্থকরা গেট ভেঙে রাস্তায় আসার চেষ্টা করেন। উদ্ভূত পরিস্থিতি পুলিশ নিয়ন্ত্রণ করছে বলে জানা গেছে।

এদিকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় আজ বৃহস্পতিবার ঘোষণা করা হচ্ছে। বেলা ১১ টা ৪৫ মিনিটের দিকে গুলশানের বাসা থেকে পুরান ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসায় স্থাপিত ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের উদ্দেশে রওনা দিয়েছেন এ মামলার আসামি বেগম খালেদা জিয়া।

এদিকে সকাল ১০টা ২০ মিনিটে আদালতে পৌঁছেছেন বিচারক ড. আখতারুজ্জামান। তিনি নিজের খাসকামরায় অবস্থান করছেন।

খালেদা জিয়া বাসা থেকে বেরিয়ে গুলশান-১, গুলশান-২, নাবিস্কো মোড়, পেরিয়ে মগবাজার ফ্লাইওভার দিয়ে কাকরাইল, হাইকোর্ট ও দোয়েল চত্বর হয়ে বকশীবাজারের আদালতে যাচ্ছেন। এ জন্য রুটের পুরো সড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ।

খালেদা জিয়া আদালতে পৌঁছলে তার উপস্থিতিতে রায় ঘোষণা করবেন বিচারক। সকাল ৯টা ৫৫ মিনিটে বিএনপি নেত্রীর আইনজীবী সানাউল্লাহ মিয়া তার হাজিরার কাগজপত্র জমা দিয়েছেন।

বিশেষ আদালতে খালেদা জিয়ার আইনজীবী সুপ্রিমকোর্ট বারের সাবেক সভাপতি খন্দকার মাহবুব হোসেন, বর্তমান সভাপতি জয়নুল আবেদীন, মীর নাসির উদ্দীন, নিতাই চন্দ্র রায়, সানাউল্লাহ মিয়া, আজিজুর রহমান খান বাচ্চু, আমিনুল ইসলাম ও জয়নুল আবেদীন মেজবাহ উপস্থিত রয়েছেন।

দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল, রাষ্ট্রপক্ষে অ্যাডভোকেট খন্দকার আব্দুল মান্নান, মীর আবদুস সালাম প্রমুখও উপস্থিত হয়েছেন।

রায় প্রদান উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। বাইরে বিপুলসংখ্যক র‌্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে। যানচলাচল বন্ধ রয়েছে বহু রাস্তায়।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে