বৃহস্পতিবার, ০৮ ফেব্রুয়ারী, ২০১৮, ০১:৪৯:৪৬

পুলিশ-বিএনপি ধাওয়া-পাল্টাধাওয়া, সংঘর্ষ

 পুলিশ-বিএনপি ধাওয়া-পাল্টাধাওয়া, সংঘর্ষ

নিউজ ডেস্ক : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় শুনতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আদালতের পথে রয়েছেন।  সেখানে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।  টিয়ার শেল নিক্ষেপ করা হচ্ছে, আটক করা হয়েছে অনেককে।   

বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটে তাঁর গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে বের হন বলে বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শামসুদ্দীন দিদার এই তথ্য নিশ্চিত করেছেন।

খালেদা জিয়ার গাড়িবহর কড়া নিরাপত্তার মধ্যে মগবাজার এলাকায় এলে শত শত নেতাকর্মী সেখানে যুক্ত হন।  এ সময় রাস্তার পাশেও অনেকে দাঁড়িয়ে ছিলেন।  নেতাকর্মীরা মোটরসাইকেলের বহর নিয়ে সেখানে যুক্ত হন।  তাঁরা খালেদা জিয়ার নামে স্লোগান দিয়ে এগোতে থাকেন।  কড়া নিরাপত্তার মধ্যে নেতাকর্মীদের আটকানো যায়নি।  গাড়িবহর সাতরাস্তা মোড় পেরিয়ে এফডিসি মোড়ে পৌঁছালে প্রথমে কিছু নেতাকর্মী গাড়িবহর ঘিরে ধরে।  পরে মগবাজার এলাকায় গেলে আরো বেশি সংখ্যাক নেতাকর্মী বহরে যোগ দেয়।

একপর্যায়ে বিভিন্ন স্থানে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।  পুলিশকে টিয়ার শেল নিক্ষেপ করতে দেখা যায়।  পুলিশ অনেক নেতাকর্মীকে আটক করে।  বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে।  এর আগে সকাল পৌনে ৯টার দিকে এ মামলার অপর দুই আসামি ব্যবসায়ী সলিমুল হক কামাল ও শরফুদ্দিন আহমেদকে আদালতে আনা হয়।  এ মামলায় মোট আসামি ছয়জন।  তার মধ্যে তিনজন পলাতক।

এই তিনজন হলেন বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে