নিউজ ডেস্ক : রায় ঘোষণার সঙ্গে সঙ্গে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলের কেন্দ্রীয় নেতারা বেগম জিয়ার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলার রায়ের প্রতিক্রিয়া জানান। আর সেখানেই রিজভী আবেগে আপ্লুত হয়ে কেঁদে ফেলেন।
এসময় তিনি বলেন, 'এ রায় চাকরি ধরে রাখার জন্য করা হয়ে। যাদের জন্য চাকরি বেঁচে থাকবে তাদের পছন্দমত রায় দেয়া হয়েছে।
তিনি আরো বলেন, যে নেত্রী দেশের জন্য কাজ করেছেন, তাকেই এভাবে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। তিনি এ মামলার তীব্র নিন্দা জানান।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বয়স ও সামাজিক অবস্থান বিবেচনায় বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। তারেকসহ ৫ জনের বিরুদ্ধে ১০ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া ২ কোটি ১০ লাখ ৭১ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান এই রায় দেন।
এর মধ্যে তারেক রহমান বর্তমানে লন্ডনে অবস্থান করছেন এবং কামাল উদ্দিন সিদ্দিকী এবং মমিনুর রহমান পলাতক রয়েছেন। গত ২৫ জানুয়ারি মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাৎ করার অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই দুর্নীতি দমন কমিশন -দুদক খালেদা জিয়ার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
২০০৯ সালের ৫ আগস্ট খালেদা জিয়াসহ মোট ৬ জনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করা হয়। মামলার রায়ে সন্তুষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবিরা।
অন্যদিকে, খালেদা জিয়ার আইনজীবীরা বলছেন, রাজনীতি এবং নির্বাচন থেকে দূরে রাখতেই সরকারের চক্রান্তের অংশ হিসেবে এই মামলায় বিএনপি চেয়ারপারসনকে সাজা দেয়া হয়েছে। এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবে বলেও জানান খালেদার আইনজীবীরা।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস