নিউজ ডেস্ক : জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রায়ের খবর সংগ্রহ করতে পুরান ঢাকার বকশীবাজারের বিভিন্ন প্রান্তে সকাল থেকেই হাজির গণমাধ্যমকর্মীরা। তাদের কেউ মুঠোফোনে কথা বলছেন, কেউ লাইভ দিচ্ছেন, কেউবা আবার কথা বলছেন সহকর্মীদের সঙ্গে। এই ব্যস্ততার মধ্যেই চোখ পড়ল তৃতীয় লিঙ্গের একজন মানুষের দিকে। নাম তার কাজলী। এসেছেন রাজধানীর উপকণ্ঠ আশুলিয়া থেকে। কথা বলে জানা গেল, বিএনপির চেয়ারপারসনের মনোবল শক্ত রাখতেই ছুটে এসেছেন তিনি। রেখেছেন রোজাও।
কাজলীর দাবি, শুধু তিনি নন, তার মতো চার শতাধিক হিজড়া বৃহস্পতিবার রোজা রেখেছেন। পড়েছেন নামাজও।
'গুরুজি রাশিদার নেতৃত্বে আমরা ৬৫৮ জন হিজড়া আশুলিয়ায় থাকি। তার মধ্যে ৪০০ জন রোজা রেখেছি। আমি রাতে তাহাজ্জুদের নামাজ পড়েছি', বলেন কাজলী।
তিনি এই প্রতিবেদককে জানান, আমি ম্যাডামের মুক্তির জন্য রোজা রেখেছি। ৭ শ হিজরার প্রতিনিধি হিসেবে আমি বকশীবাজারে এসেছি। আল্লাহর কাছে প্রার্থনা করছি তিনি যাতে মুক্তি পান।
কাজলী বলেন, ‘আমার প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া। তিনি তিনবারের প্রধানমন্ত্রী। শহীদ জিয়ার স্ত্রী। তিনি দেশের জন্য অনেক কাজ করেছেন। আমরা হিজড়া সম্প্রদায় উনাকে কারাগারে দেখতে চাই না।’
কাজলী আরও বলেন, গতকাল সংবাদ সম্মেলনে তার বক্তব্য শুনে আমরা কেঁদেছি। আল্লাহ যেন খালেদা জিয়াকে মুক্ত করেন। জজ সাহেবকে হেদায়েত করেন। তার যাতে শুভ বুদ্ধির উদয় হোক।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস