শুক্রবার, ০৯ ফেব্রুয়ারী, ২০১৮, ১১:৪৯:১৭

কারাগারে বেগম জিয়ার নির্ঘুম রাত

কারাগারে বেগম জিয়ার নির্ঘুম রাত

ঢাকা: কারাগারে প্রথম রাত নি:ঘুম কাটিয়েছেন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার রাতভর তিনি জেগেই ছিলেন। বাসা থেকে আনা কিছু ফলমূল এবং শুকনো খাবার খেয়েছেন। কারাগার থেকে খাবার দেওয়া হলেও তিনি তা ফিরিয়ে দিয়েছেন। কারা কর্তৃপক্ষ সূত্রে এ খবর জানা গেছে।

শুক্রবার সকাল পর্যন্ত তাঁর কারাকক্ষে এয়ার কন্ডিশনার লাগেনি। টেলিভিশনও আসেনি। রাতে দুবার নারী চিকিৎসক তাঁর প্রেসার মেপেছেন। তাঁর সঙ্গে আসা গৃহকর্মী তাঁর পায়ে ম্যাসাজ করে দিয়েছে। রাতে তাঁর জন্য রুটি, সবজী এবং মুরগীর মাংস পাঠানো হলেও তিনি তা ফিরিয়ে দেন। শুক্রবার সকালে তাঁর জন্য নাস্তায় পাউরুটি, কলা, ডিম পাঠানো হলেও তিনি তা গ্রহণ করেননি। কারাগারের একজন নারী জেল সুপার সকাল সাড়ে ৯টায় বেগম জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে জানতে চান যে, তিনি কি খেতে চান। এর জবাবে বেগম জিয়া তাঁর বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন করতে বলেন এবং গরম পানির ব্যবস্থা করতে বলেন। কারাগারের একজন কর্মকর্তা জানিয়েছেন, তাঁর বাথরুম পরিষ্কার করা হয়েছে। দুপুরে তাঁর জন্য তাঁর বাসা থেকে খাবার আনার অনুমতি দেওয়া হয়েছে। আজ (শুক্রবার) অথবা আগামীকাল বেগম জিয়ার সঙ্গে তাঁর আত্মীয় স্বজন এবং আইনজীবীরা সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।-বাংলা ইনসাইডার
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে