ঢাকা: খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল বের করেছে বিএনপি। শুক্রবার জুম্মার নামাজের পরে নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের অফিস থেকে এই বিক্ষোভ মিছিল বের করে বিএনপি নেতাকর্মীরা।
এই মিছিলটি নাইটএঙ্গেল মোড়ে গেলে পুলিশ ছত্রভঙ্গ করে দেয়। এসময় পুলিশ তিনজনকে আটক করে।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেন আদালত। এছাড়াও দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
এ মামলার অন্য চার অাসামীকে বিএনপির সাবেক সাংসদ কাজী সালিমুল হক কামাল, সাবেক মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগনে মমিনুর রহমানকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।
তাছাড়াও আত্মসাত করা ২ কোটি, ১০ লাখ ৭১ হাজার টাকা খালেদা জিয়া বাদে অন্য অাসামীদের জরিমানা করেছেন আদালত।
রায়ের পর নাজিমুদ্দিন রোডের পুরানো কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয় খালেদা জিয়াকে। এর প্রতি শুক্রবার বিক্ষোভ মিছিল ও শনিবার প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করে বিএনপি।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস