ঢাকা: কারাগারে প্রথম রাত নি:ঘুম কাটিয়েছেন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার রাতভর তিনি জেগেই ছিলেন। বাসা থেকে আনা কিছু ফলমূল এবং শুকনো খাবার খেয়েছেন। কারাগার থেকে খাবার দেওয়া হলেও তিনি তা ফিরিয়ে দিয়েছেন। কারা কর্তৃপক্ষ সূত্রে এ খবর জানা গেছে।
শুক্রবার সকাল পর্যন্ত তাঁর কারাকক্ষে এয়ার কন্ডিশনার লাগেনি। টেলিভিশনও আসেনি। রাতে দুবার নারী চিকিৎসক তাঁর প্রেসার মেপেছেন। তাঁর সঙ্গে আসা গৃহকর্মী তাঁর পায়ে ম্যাসাজ করে দিয়েছে। রাতে তাঁর জন্য রুটি, সবজী এবং মুরগীর মাংস পাঠানো হলেও তিনি তা ফিরিয়ে দেন। শুক্রবার সকালে তাঁর জন্য নাস্তায় পাউরুটি, কলা, ডিম পাঠানো হলেও তিনি তা গ্রহণ করেননি।
কারাগারের একজন নারী জেল সুপার সকাল সাড়ে ৯টায় বেগম জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে জানতে চান যে, তিনি কি খেতে চান। এর জবাবে বেগম জিয়া তাঁর বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন করতে বলেন এবং গরম পানির ব্যবস্থা করতে বলেন। কারাগারের একজন কর্মকর্তা জানিয়েছেন, তাঁর বাথরুম পরিষ্কার করা হয়েছে। দুপুরে তাঁর জন্য তাঁর বাসা থেকে খাবার আনার অনুমতি দেওয়া হয়েছে।
নাজিম উদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন তার স্বজনদের। আজ শুক্রবার বেলা ২টা ৫৫মিনিটে তার ভাই শামীম এসকান্দারসহ চারজন কারাগারের সামনে এসে পৌঁছান।
তার কিছুক্ষণ পরে খালেদার সঙ্গে দেখা করতে ভেতরে প্রবেশ করেন। এর মধ্যে খালেদা জিয়ার ছোট পুত্রবধু শর্মীলা রহমানও রয়েছেন। কারা কতৃপক্ষ বেগম জিয়ার সঙ্গে তাদের দেখা করার জন্য একঘন্টা সময় দিয়েছে।
প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদ- দেন আদালত। বকশিবাজারের আলীয়া মাদ্রাসায় স্থাপিত ৫নং বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান এ রায় দেন। এতে মামলার আরেক আসামি তারেক রহমানসহ অন্যদের ১০ বছর করে সাজা দেয়া হয়।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস