ঢাকা: নাজিমউদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে নামাজ ও এবাদত বন্দেগিতে সময় পার করছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শুক্রবার সকালে কারা কর্তৃপক্ষের দেয়া নাস্তা করেছেন তিনি। দুপুরে তার সঙ্গে সাক্ষাৎ করেন পরিবারের সদস্যরা।
জানা গেছে, দুর্নীতির মামলায় পাঁচ বছরের কারাদণ্ড পাওয়ার পর প্রথম রাত স্বাভাবিকভাবে পার করেন খালেদা জিয়া। কারা সূত্রে জানা গেছে, কারাগারে খালেদা জিয়া প্রথম রাতে ভাত, মাছ ও সবজি খেয়েছেন। রাতে তাহাজ্জুদ নামাজ পড়ার পাশাপাশি এবাদত-বন্দেগি করেন তিনি। ভোরে ফজর নামাজ পড়েছেন তিনি। সকালে কারা কর্তৃপক্ষের দেয়া রুটি-সবজি দিয়ে নাস্তা করেছেন।
ঢাকার জেল সুপার জাহাঙ্গীর কবির জানান, শুক্রবার খালেদা জিয়ার পরিবারের সদস্যরা দেখা করার আবেদন করেন। দুপুরের পর তাদের দেখা করানো হবে। কারা সূত্র জানিয়েছে, বাদ জুমা দুপুর ২টার পর কারাগারে পরিবারের সদস্যরা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন।
কারা অধিদফতরের ঢাকা বিভাগের ডিআইজি (প্রিজন্স) তৌহিদুল ইসলাম বলেন, কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী খালেদা জিয়াকে কারাগারের মূল ফটকের ভেতরে পুরনো অফিস ভবনে রাখা হয়েছে। সিনিয়র জেল সুপারের ওই অফিসকক্ষে একটি খাট, টেবিল, চেয়ার, টিভি ও দুটি ফ্যান রয়েছে।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস