শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৮, ১১:৫৩:৪৬

রোববার থেকে সকল প্রক্রিয়া শুরু করার ঘোষণা

রোববার থেকে সকল প্রক্রিয়া শুরু করার ঘোষণা

ঢাকা: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডস্থ পুরোনো কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে। সেখানে দুটি কক্ষে সময় পার করতে হচ্ছে সত্তোরর্ধ্ব সাবেক এই প্রধানমন্ত্রীকে। কারাগারে তার সঙ্গে অবস্থান করছেন গৃহপরিচারিকা ফাতেমা।

কোন মামলার শাস্তি হিসেবে নয় বরং বেগম জিয়াকে দেখভালের জন্যই ফাতেমা গতকাল থেকে সেখানে অবস্থান করছেন। আদালতের অনুমতি নিয়েই ‘সেবার জন্য’ খালেদা জিয়ার দীর্ঘদিনের গৃহপরিচারিকা ফাতেমাকে (৩৫) সেখানে রাখা হয়েছে।

বিএনপির আইনজীবী সানাউল্লাহ মিয়া বলেন, ‘বেগম খালেদা জিয়া অনেক রোগে ভুগছেন। বয়স হয়েছে, তিনি অসুস্থ। তাই আমরা আদালতের কাছে ফাতেমাকে সঙ্গে দেয়ার অনুরোধ করেছিলাম। আদালত আমাদের অনুরোধ গ্রহণ করেছেন।

এর মধ্যে আজ বিকালে তার সঙ্গে স্বজনরা দেখা করে এসেছেন। প্রায় ঘণ্টাখানেক ধরে সাক্ষাৎ শেষে বিকেল সোয়া ৫টায় তারা কারাগার থেকে বেরিয়ে আসেন।

দেখা করতে যাওয়া স্বজনদের মধ্যে ছিলেন, খালেদার জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার, তার স্ত্রী কানিজ ফাতেমা ও ছেলে অভি ইস্কান্দার এবং খালেদার বোন সেলিনা।

এদিকে খালেদা জিয়ার জামিনের জন্য আগামী রোববার থেকে সকল প্রক্রিয়া শুরু করার ঘোষণা করেছেন তার আইনজীবীরা। তারা বলছেন, রায়ের কপি হাতে পেলেই জামিন নেয়ার প্রক্রিয়া শুরু হবে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে দোষী সাব্যস্ত করে পাঁচ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার পুত্র তারেক রহমানসহ মোট পাঁচ আসামিকে ১০ বছর করে কারাদণ্ড এবং দুই কোটি ১০ লাখ টাকা জরিমানা করেছেন আদালত।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে