শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৮, ০৯:৪১:৩৮

অবশেষে জানা গেলো কার হাতের রান্না খাচ্ছেন বেগম জিয়া

অবশেষে জানা গেলো কার হাতের রান্না খাচ্ছেন বেগম জিয়া

ঢাকা : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দূর্নীতি দমন কমিশনের দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দোষী প্রমাণিত হয়ে ৫ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন । বর্তমানে তিনি সাব-জেল ঘোষণা করা পুরাতন কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপারের রুমে বাস করছেন সাবেক এই প্রধানমন্ত্রী। বিশাল এই কারাগারে একমাত্র বন্দি শুধু তিনিই।

জেল কোড অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী হিসেবে ভিআইপি বন্দির মর্যাদা পাবেন বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। এতে তিনি দৈনিক খাবারেরও সুবিধা পাবেন। অবশেষে জানা গেছে, সাবেক এই প্রধানমন্ত্রীর খাবারের জন্য রান্নার দায়িত্বেও একজন সাজাপ্রাপ্ত কয়েদি।

কারা সূত্র জানিয়েছে, প্রথম শ্রেণির বন্দিদের জন্য কারাগারে প্রতিদিন চিকন চালের ভাত, মাংস, সবজি ও ডালের ব্যবস্থা আছে। সাবেক প্রধানমন্ত্রীর জন্যও তাই থাকবে।তবে সকালে থাকবে পছন্দসই নাস্তা, বিকালে ফলমূল। সেসব খাবার হবে উন্নত মানের। এক্ষেত্রে তার পছন্দকে গুরুত্ব দেয়া হবে। এছাড়াও প্রতিটি খাবার খাওয়ার আগে পরীক্ষা করবেন ডাক্তার।

এদিকে কারাগারে খালেদা জিয়ার সঙ্গে রয়েছেন তার ব্যক্তিগত গৃহকর্মী ফাতেমা। তার দেখাশোনা এবং যাবতীয় কাজ ফাতেমাই করে দিচ্ছেন।

এছাড়াও খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার জন্য মেহেরুন্নেছা নামের এক মহিলা ফার্মাসিস্টকে নিয়োগ দিয়েছে কারা কর্তৃপক্ষ। তবে চিকিৎসার জন্য ব্যক্তিগত ডাক্তার রাখতে আবেদন করেছেন বিএনপি প্রধান।

প্রসঙ্গত, বৃহস্পতিবার পুরানো ঢাকার বকশীবাজারে স্থাপিত বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দেন।

এছাড়া মামলার অপর আসামি বিএনপি প্রধানের ছেলে তারেক রহমানসহ বাকি আসামিদের ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। তাদেরকে ২ কোটি ১০ লাখ ৭১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে