রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৮, ০৭:১১:০৩

এই মুহুর্তের খবর, হঠাৎ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মার্কিন দূতাবাসের দুই প্রতিনিধি

এই মুহুর্তের খবর, হঠাৎ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মার্কিন দূতাবাসের দুই প্রতিনিধি

ঢাকা: এই মুহুর্তে পাওয়া খবরে জানা যায়, হঠাৎ বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে মার্কিন দূতাবাসের দুই ব্যক্তির প্রবেশ নিয়ে কৌতুহলের সৃষ্টি হয়েছে। মার্কিন দূতাবাসের প্রতিনিধিদের নয়াপল্টনে ঝটিকা সফর নিয়ে ধোঁয়াশারও সৃষ্টি হয়েছে।

রোববার বিকাল ৫টার দিকে গাড়িতে (দ ১৭-৬৫-২৪) করে দুই ব্যক্তি নয়াপল্টন কার্যালয়ে প্রবেশ করেন। তারা দূতাবাসের কিনা তা স্পষ্ট করেনি মার্কিন দূতাবাস। তবে গাড়িটি মার্কিন দূতাবাসের পরিবহন পুলের বলে জানা গেছে।

এদিকে বিএনপির সহ দফতর সম্পাদক বেলাল আহমদ অবশ্য মার্কিন দূতাবাসের দুই কর্মকর্তার প্রবেশের বিষয়টি স্বীকার করেছেন।

নয়াপল্টন কার্যালয় সূত্র বলছে, দু’জনের মধ্যে একজন খুব সম্ভবত মার্কিন দূতাবাসের পলিটিক্যাল এডভাইজার বিল মরেন।

নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের একজন জানান- তারা বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী সঙ্গে সাক্ষাৎ করেছেন। সে সময় সহ দফতর সম্পাদক বেলাল আহমেদও ছিলেন। বিকাল ৫টা ২০ মিনিটে তারা কার্যালয় থেকে বেরিয়ে যান।

জানতে চাইলে রুহুল কবির রিজভী জানান, উনারা দুজন এসেছিলেন দেখা করতে। কথা হয়েছে। তারা বিএনপি চেয়ারপারসনসহ বিভিন্ন বিষয় জানতে চেয়েছেন।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে