বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৮, ১১:৪৪:৪১

জনসম্মুখে তা প্রকাশ করারও নির্দেশনা দেন খালেদা জিয়া

জনসম্মুখে তা প্রকাশ করারও নির্দেশনা দেন খালেদা জিয়া

ঢাকা: আন্দোলনের নামে জনগণের জানমালের যাতে কোনো ক্ষতি না হয় সে ব্যাপারে গুরুত্ব দিয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। কর্মসূচি চলার সময় কেউ যেন গাড়িতে একটি ঢিলও না ছুড়ে, সে বিষয়ে নেতাদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি।

নেতার্মীদের ঐক্যবদ্ধ হয়ে শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়ে কারামুক্তির আগ পর্যন্ত যাতে কোনো অনুপ্রবেশকারী নাশকতা করে দলকে বেকায়দায় ফেলতে না পারে, সেজন্য দায়িত্বপ্রাপ্ত নেতাদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। চেয়ারপার্সনের এ বার্তা সারা দেশের তৃণমূল নেতাদের কাছে পাঠানো হয়েছে। এ ব্যাপারে ইউনিটের নেতাকে তার কর্মীদের দায়িত্ব নেয়ার নির্দেশনা দেয়া হয়।

আর আন্দোলনের সময় কোথাও কোনো হামলা বা নাশকতার ঘটনা ঘটলে দলীয়ভাবে দ্রুত তদন্ত করে জনসম্মুখে তা প্রকাশ করারও নির্দেশনা দেন খালেদা জিয়া। দলের স্থায়ী কমিটির এক নেতা সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেন। দলের সিনিয়র এ নেতা বলেন, খালেদা জিয়া আমাদের বলেছেন কোনোভাবেই যেন আন্দোলন সহিংস রূপ না নেয়। কারণ সরকার নানাভাবে চেষ্টা চালাতে পারে, কিন্তু বিএনপি নেতাকর্মীদের এসব উস্কানিতে পা দেয়া যাবে না।

এ ব্যাপারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, ‘নেত্রী আমাদের নির্দেশনা দিয়ে গেছেন যাতে আমরা হরতাল-অবরোধের মতো কোনো কর্মসূচি না দেই। নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণভাবে যেভাবে আমাদের প্রতিবাদ চলছে, তা অব্যাহত থাকবে। আর আন্দোলনকে কেন্দ্র করে অনুপ্রবেশকারীরা যাতে নাশকতা চালিয়ে সুযোগ নিতে পারে সে ব্যাপারেও তিনি আমাদের সতর্ক থাকতে বলেছেন।’

বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, ‘চেয়ারপারসনের নির্দেশ অনুযায়ী শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি। এতে জনগণের বিশেষ সমর্থনও আমরা পাচ্ছি। কিন্তু এই শান্তিপূর্ণ কর্মসূচি থেকেই প্রতিদিন পুলিশ নেতাকর্মীদের গ্রেফতার করছে। কোনো কারণ ছাড়াই লাঠিচার্জ করছে। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী নাশকতার জন্য আমাদের উস্কানি দিচ্ছে। কিন্তু আমরা সেদিকে পা দিচ্ছি না।’
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে